নয়াদিল্লি: কানাডার সঙ্গে তলানিতে নেমেছে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক। প্রভাব পড়েছে বাণিজ্যিক সম্পর্কেও। ভারত-কানাডা ব্যবসা সংক্রান্ত আলোচনা থমকে গিয়েছে (India Canada Trade Talk)। এই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল বৈদেশিক বাণিজ্য নিয়ে একটি অর্থনৈতিক করিডরের কথা।  


রবিবার মন কি বাত অনুষ্ঠানে India-Middle East-Europe -অর্থনৈতিক করিডরের কথা বলেন মোদি। সম্প্রতি G-20 সামিটে এই আর্থিক করিডর নিয়ে আলোচনা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে এনে এদিন মোদি বলেন, 'এই আর্থিক করিডর ভবিষ্যতে বিশ্ব বাণিজ্যের ভিত্তি হয়ে দাঁড়াবে। ইতিহাস মনে করাবে যে এই করিডরের সূচনা ভারতের মাটিতেই হয়েছিল।'


পশ্চিম এশিয়া হয়ে ভারত ও ইউরোপের মধ্যে এই মাল্টিমোডাল ট্রান্সপোর্ট এবং এনার্জি করিডর নিয়ে সম্প্রতি দিল্লিতে হওয়া G20 সামিটে ঘোষণা করা হয়। ভারত থেকে পশ্চিম এশিয়া হয়ে ইউরোপ পর্যন্ত এই অর্থনৈতিক করিডর নিয়ে মউ সাক্ষর হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ইউরোপীয় ইউনিয়ন এবং সৌদি আরবের প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন বিন আবদুলআজিজ আল সউদ, সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স, জার্মানি, ইতালির সঙ্গে আলাপ-আলোচনার পরে এই করিডর নিয়ে মউ সাক্ষর হয়েছে। একাধিক রাষ্ট্রনেতা এই অর্থনৈতিক করিডর নিয়ে আশাপ্রকাশ করেছিলেন। এদিন সেই প্রসঙ্গই তুলে আনেন মোদি। 


চিনের অর্থনৈতিক করিডরকে টেক্কা দিতেই এই পরিকল্পনা করা হয়েছে বলে বিশেষজ্ঞদের মত। ভারতের পশ্চিম উপকূলের কোনও বন্দর থেকে জাহাজপথে পণ্য পৌঁছবে সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখান থেকে রেলপথে বা সড়কপথে পণ্য যাবে ইজরায়েল পর্যন্ত। সেখান থেকে আবার জলপথে ফ্রান্স-ইতালিতে পৌঁছে যাবে পণ্য। মূলত এমন ভাবনাই রয়েছে প্রাথমিকভাবে। 


সম্প্রতি হয়ে যাওয়া G20 সামিটে গোষ্ঠীতে পূর্ণ সদস্য করা হয়েছে আফ্রিকান ইউনিয়নকে। ভারতের উদ্যোগেই এই কাজ হয়েছে। সেই প্রসঙ্গও এদিন মনে করান প্রধানমন্ত্রী।


এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে উঠে এসেছে চন্দ্রযান ৩, G20-এর কথাও। তিনি বলেন, 'চন্দ্রযান ৩-এর সাফল্যের পরে G20 আয়োজন ভারতবাসীদের আনন্দ দ্বিগুণ করেছে।' চন্দ্রযান ৩-এর ইউটিউব লাইভ স্ট্রিমিং দেখেছিল ৮০ লক্ষ দর্শক, যা রেকর্ড করেছে। সেই প্রসঙ্গও এদিন মন কি বাত অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী। 


সেপ্টেম্বরেই দিল্লিতে 'G20 University Connect Programme'- আয়োজিত হচ্ছে বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন দেশের লক্ষাধিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবেন। IIT, IIM, NIT, মেডিক্যাল কলেজগুলি এতে যোগ দেবে।' কলেজ পড়ুয়াদের সঙ্গে কথা বলার জন্য তিনি নিজেও এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন।


আরও পড়ুন: রয়্যাল এনফিল্ড পছন্দ? কিনতে হবে না, এবার বাইক মিলবে ভাড়াতেই