দিল্লি : করোনাকালে দেশজুড়ে অক্সিজেন সঙ্কট মেটাতে এবার রাজ্যগুলিকে চিঠি দিল স্বরাষ্ট্রমন্ত্রক। চিঠিতে নিজের নিজের রাজ্যে অক্সিজেন প্ল্যান্টের তালিকা তৈরি করতে বলা হয়েছে মন্ত্রকের তরফে। পাশাপাশি অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রাখতে দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশ।



কী বলা হয়েছে চিঠিতে ?

শুক্রবারই রাজ্যগুলিকে চিঠি দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। চিঠিতে রাজ্যের অক্সিজেন প্ল্যান্টগুলির তালিকা তৈরি করতে বলা হয়েছে। পাশাপাশি বন্ধ অক্সিজেন প্ল্যান্টগুলির পুনরুজ্জীবনের কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। জরুরি ভিত্তিতে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে। দেশের অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজ্য সরকারগুলিকে।  

ট্যাঙ্কার বাড়াতে কোন পথে কেন্দ্র ?

দেশের হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাব কমাতে বেশি ক্ষমতাসম্পন্ন ট্যাঙ্কার আনতে চলেছে ভারত। ইতিমধ্যেই এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে নয়াদিল্লি। সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরশাহী থেকে উচ্চক্ষমতা সম্পন্ন অক্সিজেন ট্যাঙ্কার আনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ভারতীয় বায়ুসেনার পরিবহণের বিমানে আনা হবে ওই ট্যাঙ্কারগুলি।

আলাদা চিঠিতে কী বললেন ভল্লা ?

রাজ্যগুলিকে আলাদা চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা বলেছেন, ''দেশের অনেক জেলাতেই অক্সিজেন প্ল্যান্ট রয়েছে। কিন্তু সেখানে চিকিৎসা পরিষেবার জন্য অক্সিজেন ব্যবহার করা হয় না। দেশের এরকম একটা সময়ে এই প্ল্যান্টগুলি থেকে স্থানীয় হাসপাতালে অক্সিজেন সরবরাহ করতে হবে।'' বিষয়টি ডিস্ট্রিক্ট কালেক্টর, ডেপুটি কমিশনারদের দেখতে বলেছেন ভল্লা। এছাড়াও যে প্ল্যান্টগুলি বন্ধ হয়ে গিয়েছে সেগুলিরও তালিকা তৈরি করতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। চিঠিতে তিনি বলেছেন, যে প্ল্যান্টগুলি বন্ধ রয়েছে সেগুলিকে আবার চালু করতে হবে। এবিষয়ে অবলম্বে ব্যবস্থা নিক রাজ্য।

রাজ্যগুলির ওপর কেন 'চটলেন' স্বরাষ্ট্রসচিব ?

সম্প্রতি অক্সিজেন নিয়ে সবথেকে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে। প্রধানমন্ত্রীর বৈঠকেই দিল্লির অক্সিজেন সঙ্কটের কথা বলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেন, বেশকিছু রাজ্য তাদের অক্সিজেনের গাড়ি রাস্তায় আটকে রাখছে। তাদের জন্য দিল্লির হাসপাতালগুলিতে অক্সিজেন পৌঁছাতে দেরি হচ্ছে। যার ভয়াবহ ফল গুণতে হতে পারে দিল্লিবাসীকে।

রাজ্যগুলিকে পাঠানো প্রথম চিঠিতে সেই অসন্তোষই ফুটে উঠেছে ভল্লার মুখে। চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বলেছেন, ''রাজ্যগুলির মধ্যে অক্সিজেন পৌঁছাতে যাতে সমস্যা না হয়, সেকারণে ইতিমধ্যেই নির্দেশ জারি করা হয়েছে। অক্সিজেন প্রস্তুতকারক ও সরবারহকারীরা যাতে বাধার মুখে না পড়েন, তা রাজ্য সরকারগুলিকে দেখতে বলা হয়েছে। এরপরও কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অক্সিজেনের গাড়ি আটকানো হচ্ছে। ভবিষ্যতে যাতে এরকম না হয়, সেই দিকে নজর দিক রাজ্যগুলি।''