নয়াদিল্লি: 'সন্ত্রাসবাদীদের বোন..' ? কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপির মন্ত্রীর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত করে ভারত। শুরু হয় 'অপারেশন সিঁদুর।' সেনার প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী থেকে সেলেব-সাধারণ। সাংবাদিক বৈঠকের পর সারাদেশের চোখের মণি হয়ে উঠেছেন কর্ণেল সোফিয়া কুরেশি। আর ঠিক এমনই এক সময়ে তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। ইতিমধ্য়েই কংগ্রেসের নিশানায় বিজেপির এই মন্ত্রী। 

আরও পড়ুন, আওয়ামী লিগ নিষিদ্ধ হওয়ায় 'উদ্বিগ্ন ভারত', 'বাংলাদেশে যত দ্রুত সম্ভব নিরপেক্ষ ভোট হোক', আহ্বান বিদেশ মন্ত্রকের

'সন্ত্রাসবাদীদের বোনকে দিয়েই জঙ্গিদের শিক্ষা দিয়েছেন মোদি..' !

তিনি বলেন, যারা আমাদের মা-মেয়ের সিঁদুর মুছে দিয়েছে, তাঁদের নিজের বোনকেই ব্যবহার করে, হামলাকারীদের নাস্তানাবুদ করেছি। ওরা (জঙ্গিরা) পোশাক খুলিয়ে বেছে বেছে হিন্দুদের মেরেছে। আর মোদিজি, ওদের বোনকে দিয়েই উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। মোদিজি তো আর ওদের মতো ব্যবহার করতে পারেন না। তাই ওদের সমাজের বোনকে দিয়েই ওদের বারোটা বাজিয়েছে।' বলাইবাহুল্য, মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ এর বিতর্কিত মন্তব্যের পর ইতিমধ্যেই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। এটা যে একজন মহিলাকে তীব্র অপমান করা হয়েছে, সেটা জানিয়ে প্রতিবাদ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। 

প্রসঙ্গত, ভারতের মিডনাইট স্ট্রাইকে জইশ প্রধান মাসুদ আজহারের ভাই ও জইশের অপারেশনাল হেড আব্দুল রউফ আজ়হারের নিকেশ হওয়ার খবর সামনে এসেছে আগেই। এবার অপারেশন সিঁদুরে খতম শীর্ষ স্থানীয় আরও ৫ জঙ্গির তালিকা প্রকাশ করেছিল নয়াদিল্লি। তালিকায় প্রথম নাম 'লস্কর-ই-তৈবা'র কুখ্য়াত জঙ্গি মুদাস্সর খাদিয়ান খাস ওরফে আবু জিন্দালের। মুরিদকের 'মারকাজ তৈবা'র দায়িত্বে ছিল সে। পাকিস্তান সেনার তরফে নিহত জঙ্গিকে গার্ড অফ অনার দেওয়া হয়। তাকে শেষ শ্রদ্ধার জন্য় ফুল পাঠিয়েছিলেন পাক সেনা প্রধান আসিম মুনির। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ!যিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভাইঝি।