অবশেষে উপায়?  এক সপ্তাহের মধ্যে করোনা চিকিৎসায় ৪টি আয়ুর্বেদিক ওষুধ পরীক্ষা করবে ভারত

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Updated at: 14 May 2020 02:23 PM (IST)

আয়ুর্বেদিক এই সব ওষুধের ওপর এখনও কাজ চলছে, শিগগিরই ট্রায়াল শুরু হবে। আয়ুষ মন্ত্রী টুইট করে এ কথা জানিয়েছেন।

NEXT PREV
নয়াদিল্লি: এবার করোনা পরীক্ষায় ৪টি ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষা করতে চলেছে ভারত। আয়ুর্বেদিক এই সব ওষুধের ওপর এখনও কাজ চলছে, শিগগিরই ট্রায়াল শুরু হবে। আয়ুষ মন্ত্রী টুইট করে এ কথা জানিয়েছেন।

মন্ত্রী শ্রীপাদ নায়েক লিখেছেন, আয়ুষ মন্ত্রক ও দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সিএসআইআর করোনা প্রতিরোধে চারটি আয়ুর্বেদিক ওষুধের ওপর কাজ করছে। এক সপ্তাহের মধ্যে শুরু হবে পরীক্ষা।



সিএসআইআর হল সরকারি টাকায় চলা বিশ্বের অন্যতম বৃহত্তম বৈজ্ঞানিক গবেষণায় নিয়োজিত সংস্থা।


আমি নিশ্চিত এবং অত্যন্ত আশাবাদী, যে আমাদের প্রাচীন ওষধিই করোনা নিরাময়ে পথ দেখাবে। -
মন্ত্রী টুইট করেছেন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.