কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে ডাক পেয়েছেন। নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া ট্যুর। টি২০ স্কোয়াডে থাকছেন বরুণও।

এবারের আইপিএলে বরুণ এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ১৩টি উইকেট পেয়েছেন। তবে পদবী চক্রবর্তী হলেও তিনি বাঙালি নন, তামিল। আইপিএল ২০২০-র আগে তাঁকে কিনে নিয়েছিল কিংস ইলেভন পঞ্জাব, ৮.৪ কোটি টাকা দিয়ে। কিন্তু ১ ম্যাচ খেলেই চোট পেয়ে যাওয়ায় বসে যান বরুণ। এরপর কেকেআর তাঁর সঙ্গে ৪ কোটি টাকার চুক্তি করে। দেখা গেল, তাদের সিদ্ধান্ত ভুল ছিল না। শনিবার দিল্লি ক্যাপিটালসের শক্তিশালী মিডল অর্ডার ধসিয়ে ৪ ওভারে ২০ রানের বিনিময়ে বরুণ তুলে নেন ৫ উইকেট।

২৯ বছরের বরুণ অবশ্য একটা সময় ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। যখন কেরিয়ার গড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ওঠে, তখন ক্রিকেট ছেড়ে আর্কিটেকচার বেছে নিতে চলেছিলেন তিনি। চেন্নাইয়ের একটি নামী বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচার কোর্সও করেন, শুরু করেন ফ্রিল্যান্সিং। কিন্তু ২ বছর স্থাপত্যবিদ্যাকে দেওয়ার পর এক সকালে তাঁর হঠাৎ মনে হয়, ক্রিকেট নিয়ে আর একবার চেষ্টা করে দেখলে হয়।

তবে প্রথমে স্পিনার নন, বরুণ ছিলেন ফাস্ট বোলার। চোটের জন্য গতি কমান, শুরু করেন স্পিন বোলিং। সেটাও বেশিদিন আগে নয়, মাত্র ২০১৭-১৮ সালে। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাননি।   সুনীল গাওস্কর বলেছেন, বরুণের গল্প তাঁর মুখে হাসি এনে দেয়। তার জীবন আমাদের বুঝিয়ে দেয়, কঠোর পরিশ্রমে দাঁড়ি না টানলে মানুষ তার অবিশ্বাস্য স্বপ্নকেও ছুঁতে পারে। ও একবার খেলা ছেড়ে দিয়েছিল, তারপর আবার শুরু করল। ফাস্ট বোলার হতে চেয়েছিল, তাও হল না। এত কিছুর মধ্যে একটা জিনিস পরিষ্কার, নিজের ওপর বিশ্বাস রাখলে স্বপ্ন সত্যি হবেই।  শনিবারের ম্যাচের ৫ উইকেটই শুধু নয়, গোটা আইপিএলেই দুর্দান্ত খেলে চলেছে সে।