এক্সপ্লোর
Advertisement
Facebool Fuel for India 2020: পরের ২ দশকে বেড়ে দুনিয়ার শীর্ষ তিন অর্থনীতির অন্যতম হবে ভারত, জুকেরবার্গকে মুকেশ
মুকেশ তাঁর এহেন মতের পক্ষে সওয়াল করতে গিয়ে ভারতের মধ্যবিত্ত শ্রেণির উল্লেখ করেছেন।
নয়াদিল্লি: পরবর্তী দুটি দশকে দুনিয়ার সবচেয়ে বড় তিনটি অর্থনীতির মধ্যে জায়গা করে নেবে ভারত। ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গের সঙ্গে আলাপচারিতায় দাবি করলেন মুকেশ অম্বানি। ভারতবাসীর মাথাপিছু আয়ও দ্বিগুণের বেশি বাড়বে বলে অভিমত জানিয়েছেন দেশের শীর্ষ শিল্পপতি, যিনি সবচেয়ে ধনী ভারতীয়ও বটে।
মুকেশ তাঁর এহেন মতের পক্ষে সওয়াল করতে গিয়ে ভারতের মধ্যবিত্ত শ্রেণির উল্লেখ করেছেন। বলেছেন, দেশের মোট পরিবার সংখ্যার প্রায় ৫০ শতাংশই মধ্যবিত্ত সম্প্রদায়ভুক্ত। তাদের সংখ্যা প্রতি বছর তিন-চার শতাংশ করে বাড়বে। তেল থেকে খুচরো ব্যবসা, টেলিকম ক্ষেত্র মিলিয়ে বিপুল শিল্প সাম্রাজ্যের কর্ণধার তিনি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধিকর্তার কথায়, আমার দৃঢ় বিশ্বাস, আগামী দুটি দশকে ভারতের অর্থনীতি বড় হতে হতে বিশ্বের তিনটি সবচেয়ে বড় অর্থনীতির অন্যতম হবে। আরও গুরুত্বপূর্ণ হল, ভারত হয়ে উঠবে এক গুরুত্বপূর্ণ ডিজিটাল সমাজ, যার চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম। তিনি আরও বলেছেন, আমাদের মাথাপিছু আয় মার্কিন ১৮০০-২০০০ ডলার থেকে বেড়ে মার্কিন ৫০০০ ডলার হবে।
ফেসবুক ও বিশ্বের আরও নানা কোম্পানি ও শিল্পোদ্যোগী আগামী দশকগুলিতে ভারতে এই যে সামাজিক ও অর্থনৈতিক রূপান্তর ঘটতে চলেছে, তার শরিক হওয়ার, ভারতে আসার সুবর্ণ সুযোগ পাবে বলেও অভিমত জানান মুকেশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement