আহমেদনগর: ওমিক্রন (COVID Variant Omicron) ঘিরে উদ্বেগ সর্বত্র। তার মধ্যেই মহারাষ্ট্রের (Maharashtra) স্কুলে কার্যত বিস্ফোরণ ঘটল। সেখানে একসঙ্গে করোনা (COVID-19 Infection) ধরা পড়েছে ৫১ জনের। এরপ মধ্যে ৪৮ জন পড়ুয়া এবং ৩ জন স্কুলের কর্মী। শনিবারই ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা শুরু হওয়ার আগেই একসঙ্গে এত জন পড়ুয়ার আক্রান্ত হওয়ার খবর মিলল।


মহারাষ্ট্রের আহমেদনগরের জওহর নবোদয় বিদ্যালয়ে এত জন পড়ুয়া এবং কর্মীর শরীরে সংক্রমণ ধরা পড়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি সব মিলিয়ে স্কুলের ১৯ জন পড়ুয়া করোনায় সংক্রমিত হয়। তাতে আতঙ্কিত হয় স্কুলের ৪৫০ পড়ুয়া এবং কর্মীদের করোনা পরীক্ষা করানো হয়। তাতেই সংক্রমণিতের সংখ্যা একধাক্কায় ৫১০তে গিয়ে ঠেকে।


আরও পড়ুন: Omicron Patient Recovered: "অক্সিজেন সাপোর্ট, স্টেরয়েড, রেমডিসিভির বা ভেন্টিলেটর ছাড়াই সেরে উঠছেন ওমিক্রন আক্রান্তরা"


একসঙ্গে এত জন সংক্রমিত হওয়ায় স্কুলটিকে আপাতত সিল করে দেওয়া হয়েছে। স্কুল সংলগ্ন ওই এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আক্রান্তদের মধ্যে যে সমস্ত ছাত্রের গুরুতর উপসর্গ রয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের রাখা হয়েছে নিভৃতবাসে। তবে বেশিরভাগ ছাত্রেরই মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে।  


কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশের ৫৭ কোটি ৯১ লক্ষ মানুষের সম্পূর্ণ টিকাকরণ (Complete Vaccination) হয়েছে। একটি মাত্র টিকা নিয়েছেন ৮৩ কোটি ৭৯ লক্ষ মানুষ। একই সঙ্গে  রবিবার সকাল পর্যন্ত দেশে ওমিক্রণ সংক্রমণ ধরা পড়েছে কমপক্ষে ৪১৫ জনের শরীরে। এর মধ্যে মহারাষ্ট্রের বাসিন্দা ১১০ জন, যার মধ্যে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন।