Central Government Employees: মহার্ঘ ভাতা বৃদ্ধির পর এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিতে পারে সরকার। সূত্রের খবর , শীঘ্রই বকেয়া ১৮ মাসের ডিএ দেওয়ার ঘোষণা করতে পারে কেন্দ্র। দীপাবলির পরই এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সরকার।


7th Pay Commission: আপনি বকেয়া ডিএ পেতে পারেন !
মোদি সরকার গত ২৮ সেপ্টেম্বর ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। ৩ অক্টোবর ব্যয় বিভাগ অফিস মেমোরেন্ডামের মাধ্যমে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে। পরিসংখ্যান বলছে, এখনও কর্মচারীদের ১৮ মাসের ডিএ বকেয়া রয়েছে। মূলত, করোনাকালে ২০২২-এর জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বকেয়া ডিএ মুলতুবি রেখেছে সরকার। বর্তমানে করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে সরকার। তাই শীঘ্রই কেন্দ্র সরকারি কর্মীদের বকেয়া পরিশোধ করবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, একবার সরকারের তরফে সবুজ সঙ্কেত এলে কেন্দ্রীয় কর্মচারীদের ১১ শতাংশ ডিএ বকেয়া একযোগে পরিশোধ করা হবে।


নবরাত্রিতে, সরকার কেন্দ্রীয় কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়েছে। ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়েছে ডিএ। এই বৃদ্ধি ১ জুলাই, 2022 থেকে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত কার্যকর করা হয়েছে। যার জন্য এক বছরে ৬৫৯১ কোটি টাকা ও ২০২২-২৩ সালে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৪৩৯৪.২৪ কোটি টাকা খরচ হবে। সাউথ ব্লকে কান পাতলে শোনা যাচ্ছে, কেন্দ্রীয় কর্মীদের আরও একটি উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। মহার্ঘ ভাতার পর এবার বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর কথাও ভাবছে সরকার।


Salary Update:মহার্ঘ ভাতা বাড়িয়ে কেন্দ্রীয় কর্মীদের বড়সড় স্বস্তি দিয়েছে মোদি সরকার। ১ জুলাই, ২০২২ থেকে মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে ৩৮ শতাংশ করেছে কেন্দ্র। সূত্রের খবর, এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতে পারেন আরও একটি সুখবর। মহার্ঘ ভাতার পর এবার বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর কথাও ভাবছে সরকার।


7th Pay Commission: কত শতাংশ বাড়তে পারে HRA ?
কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে, সরকারি কর্মচারীরা যে শহরে কাজ করছেন সেই অনুযায়ী তাদের বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়। এটি তিনটি বিভাগে বিভক্ত। দশম শ্রেণির কর্মচারীরা তাদের মূল বেতনের ২৭ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পান। ওয়াই ক্যাটাগরির কর্মীরা তাদের মূল বেতনের ১৮ থেকে ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পান। সেখানে জেড ক্যাটাগরির কর্মচারীদের ৯ থেকে ১০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়। এলাকা ও শহর অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়। কেন্দ্রীয় কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বর্তমান স্তর থেকে ৩ থেকে ৪ শতাংশ বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন: 7th Pay Commission: সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ডিএ-র পর বাড়তে পারে এই ভাতা