নয়াদিল্লি: দেশে করোনার (India Corona) তৃতীয় ঢেউয়ে (Corona 3rd Wave) লাগামহীন সংক্রমণ। দৈনিক আক্রান্তর সংখ্যা দেড় লক্ষ ছাড়াল। ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। বাড়ল মৃতের সংখ্যা, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৭ জনের।


দেশে কোভিডের তৃতীয় (Covid 3rd Wave) ঢেউ বদলে গেল সুনামিতে। দৈনিক আক্রান্তের সংখ্যা দেড়লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা সাড়ে ৫০০-র বেশি। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬।  





গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮৫। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৫ লক্ষ ২৮ হাজার ৪ জন। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮৩ হাজার ৭৯০ জনের মৃত্যু হয়েছে।  রবিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬২৩। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫৫২ জন।


উল্লেখ্য আজই দেশের করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী (Pm Narendra Modi)। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এ ছাড়াও থাকবেন ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, আইসিএমআরের ডিজি। 


আরও পড়ুন: Election 2022 Dates: ৫ রাজ্যে ভোটে প্রতি বিধানসভা কেন্দ্রে অন্তত একটি বুথের দায়িত্বে মহিলারা


আরও পড়ুন: Congress Cancels Rallies: কোভিড-আবহে সভা-সমাবেশ বাতিল ঘোষণা কংগ্রেসের