Aadhaar card Money: সন্তানের স্কুলে ভর্তি থেকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে কাজে লাগে এই বিশেষ কার্ড। অনেকেই জানেন না, এই আধার কার্ড দিয়েই ঋণ পেতে পারেন আপনি। জেনে নিন, কীভাবে পাবেন ঋণের সুবিধা। 


Aadhaar card loan: এই ব্যাঙ্কগুলিতে পাবেন সুযোগ
আপনার আধার কার্ডের সাহায্যে আপনি কোনও ঝামেলা ছাড়াই ব্যক্তিগত ঋণ (Personal Loan)-এর জন্য আবেদন করতে পারেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক ও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সহ অনেক ব্যাঙ্ক তাদের গ্রাহকদের আধার কার্ডে ঋণ দেয়। 


Aadhaar card Money: কীসের ভিত্তিতে ঋণ ?
তবে কেবল আধার কার্ড থাকলেই যে সবাই ঋণের জন্য বিবেচিত হবেন এমনটা নয়। এই ঋণ নেওয়ার আগে আপনার ক্রেডিট স্কোর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 750 এর বেশি ক্রেডিট স্কোর থাকলে যেকোনও গ্রাহক সহজেই আধার কার্ডে ঋণের আবেদন করতে পারেন। এই ক্ষেত্রে আপনি আরও সুবিধা পাবেন। ব্যাঙ্কগুলি এই ধরনের ক্রেডিট বা সিবিল স্কোর থাকলে কম সুদে ঋণ দেয়। সেই ক্ষেত্রে বেশিরভাগ ব্যাঙ্ক ও  ফিন্যান্স কোম্পানি কেওয়াইসির পরে সহজেই ব্যক্তিগত ঋণ অনুমোদন করে।


Aadhaar card loan: এইভাবে আধার কার্ডের মাধ্যমে ঋণের জন্য আবেদন করতে পারবেন
আধার কার্ডের মাধ্যমে ঋণের জন্য আবেদন করতে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যান। আপনি ব্যাঙ্কের মোবাইল অ্যাপের মাধ্যমেও ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে পারেন।
আপনার মোবাইল ফোনে প্রাপ্ত OTP লিখুন।


ব্যক্তিগত ঋণের বিকল্পটি নির্বাচন করুন।


আপনার জন্ম তারিখ ও ঠিকানা-সহ ঋণের পরিমাণ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য লিখুন।


মনে রাখবেন, আপনার সিবিল স্কোর বা ক্রেডিট স্কোর কিন্তু এই ঋণ পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করে। সেখানে কোনও সমস্যা বা রেটিং কম থাকলে আপনি এই ঋণের জন্য আবেদন করতে পারবেন না।


আরও পড়ুন : LIC Policy Surrender: LIC পলিসি সারেন্ডার করলেই পুরো টাকা পাবেন ! আসল নিয়ম জানেন ?