নয়া দিল্লি : অগ্নিপথ প্রকল্পের বিরোধিতার আঁচে ব্যাপকভাবে প্রভাবিত রেল পরিষেবা। জ্বলছে একের পর এক ট্রেন, স্টেশনে স্টেশনে তাণ্ডব। জায়গায় জায়গায় ট্রেন অবরোধ। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের বার্তা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ-র। হিংসার আশ্রয় না নিতে এবং রেলের সম্পত্তি নষ্ট না করার জন্য বিক্ষোভকারীদের কাছে আবেদন জানালেন তিনি।
সংবাদ সংস্থা এএনআই-কে রেলমন্ত্রী বলেন, রেল আমাদের জাতীয় সম্পত্তি। কাজেই, এর যাতে কোনও ক্ষতি না হয় তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। প্রত্যেকের কাছে আমার আবেদন, কেউ হিংসার আশ্রয়ন নেবেন না। রেলের সম্পত্তি নষ্ট করবেন না। রেল আমাদের দেশের সম্পত্তি। আমাদের সম্পত্তি এবং এটা আমাদের পরিষেবার জন্যই রয়েছে।
অগ্নিপথে-র আগুনের আঁচ রেলে-
অগ্নিপথ প্রকল্পের বিরোধিতার আঁচে ব্যাপকভাবে প্রভাবিত রেল পরিষেবা। রেল সূত্রের খবর, শুক্রবার দেশজুড়ে অন্তত ৩৪০টি ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে। বাতিল হয়েছে ৯৪টি মেল ট্রেন ও ১০৪টি প্যাসেঞ্জার ট্রেন। যার জেরে চরম দুর্ভোগে পড়তে হয়েছে ট্রেনযাত্রীদের।
কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। একের পর এক ট্রেন জ্বলছে, সেইসঙ্গে স্টেশনে স্টেশনে তাণ্ডব। জায়গায় জায়গায় ট্রেন অবরোধ। ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতায় বিক্ষোভের সর্বাধিক আঁচ পড়েছে রেলের ওপর।
রেল সূত্রে খবর, অগ্নিগর্ভ বিশৃঙ্খলার জেরে, শুক্রবার দেশজুড়ে অন্তত ৩৪০টি ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে। ৯৪টি মেল ট্রেন ও ১৪০টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়। প্রচুর ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করতে হয়েছে। প্রচুর ট্রেন দেরিতে চলছে। হুট করে ট্রেন বাতিল ও রুটে কাঁটছাট করায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। শুধু ট্রেন বাতিলই নয়, অগ্নিগর্ভ পরিস্থিতি-র জেরে একাধিক ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে।
বিক্ষোভের আগুন ছড়াচ্ছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে। সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে প্রাণ গেছে এক তরুণের। বিহারের লখিসরাইতেও মৃত্যু হয়েছে একজনের। তেলঙ্গানার সেকেন্দ্রাবাদে, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দামোদর রাকেশ নামে এক তরুণের। যিনি ভারতীয় সেনায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পড়াশোনার পাশাপাশি সেনায় ভর্তির জন্য দিনরাত পরিশ্রম করছিলেন দামোদর। ভারতীয় সেনায় যোগ দেওয়ার লিখিত এবং মেডিক্যাল পরীক্ষায় পাসও করেছিলেন।
শুক্রবার মোদি সরকারের অগ্নিপথ-সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে ওঠে সেকেন্দ্রাবাদ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। সেই গুলিতেই মৃত্যু হয় সেনায় ভর্তির অপেক্ষায় থাকা দামোদরের।
বিহারের লখিসরাইতে ট্রেনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিহারের লক্ষ্মীসরাইতে বিক্রমশিলা এক্সপ্রেসে কয়েকটি কামরায় আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। বিহারের গয়ার বখতিয়ারপুর থেকে দানাপুরে দাঁড়িয়ে থাকা এই ট্রেনটির এসি থ্রি টিয়ার কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। বিহারের কুলহারিয়াতেও ট্রেনের কয়েকটি কামরা পুড়িয়ে দেওয়া হয়।