ABP Cvoter Uttarakhand Exit Poll Result 2022: উত্তরাখণ্ডের ৭০ আসন বিশিষ্ট বিধানসভার ভোটগ্রহণ হয়েছিল এক দফায়। গত ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হয়েছে। ভোট গণনা ১০ মার্চ। উত্তরাখণ্ডের কুর্সিতে রদবদল হবে, নাকি বিজেপি ফের ক্ষমতা ধরে রাখবে? তা জানা যাবে ১০ মার্চ ভোটগণনার পরই। যদিও ভোটের পর বুথ ফেরত সমীক্ষায় উত্তরাখণ্ডে ভোটের ফলাফল কী হতে পারে, তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
রাজ্যে ভোটারদের মত নিজেদের ঝুলিতে টানতে প্রতিপক্ষ দলগুলি সর্বশক্তি দিয়ে প্রচার করেছে। রাজ্যে কংগ্রেস, বিজেপি ও আম আদমি পার্টি ভোটের পরও তারাই জয়ী হবে বলে দাবি করেছে। এখন সবাই ফলাফলের অপেক্ষায়। এবিপি সি ভোটার বুথ ফেরত সমীক্ষায় উত্তরাখণ্ডে জয়-পরাজয়ের ইঙ্গিত মিলেছে। দেখে নেওয়া যাক এবিপি সি ভোটার সমীক্ষার ফলাফল।
এই সমীক্ষার ফলাফল অনুযায়ী, এবার উত্তরাখণ্ড বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারে কংগ্রেস।সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত,
৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় কংগ্রেস পেতে পারে ৩২ থেকে ৩৮টি আসন।
ক্ষমতা হারিয়ে বিজেপি জয়ী হতে পারে ২৬ থেকে ৩২টি আসনে।
আম আদমি পার্টি সর্বোচ্চ ২ এবং অন্য দলগুলি ৩ থেকে ৭টি আসনে জয়ী হতে পারে।
সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত, প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে
কংগ্রেস পেতে পারে ৩৯ শতাংশ ভোট।
ক্ষমতা হারালেও প্রায় ৪১ শতাংশ ভোট যেতে পারে বিজেপির ঝুলিতে।
এছাড়া আম আদমি পার্টি ৯ শতাংশ। এবং অন্যরা ১১ শতাংশ ভোট পেতে পারে উত্তরাখণ্ডে।
অর্থাৎ সমীক্ষার ফল অনুযায়ী, ক্ষমতা হারালেও কংগ্রেসকে প্রাপ্ত ভোটের নিরিখে পিছনে ফেলতে পারে বিজেপি।
উত্তরাখণ্ডে ২০১৭-র বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। তারা জিতেছিল ৫৬ আসনে। কংগ্রেস পেয়েছিল মাত্র ১১ আসন। অন্যদের খাতায় গিয়েছিল ৩ আসন।
এবারের বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারাতে পারে বিজেপি, এমনই ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়। তবে চূড়ান্ত ফল জানা যাবে ১০ মার্চ।
উত্তরাখণ্ডে সি ভোটারের exit poll-এ ১৭ হাজার ৪৮০ জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। মার্জিন অফ এরর প্লাস মাইনাস ৩ শতাংশ