ENBA Awards 2021: দর্শকদের কাছে সর্বপ্রথম সঠিক খবর নিয়ে আসার নিরলস কাজ করে চলেছে এবিপি গ্রুপ। বরাবরই আমরা দেশের কোটি কোটি দর্শকের কথা মাথায় রেখে তাঁদের প্রাধান্য দিয়ে এসেছি আমরা। স্বনামধন্য ENBA Awards মঞ্চে মিলল যার প্রতিফলন। ENBA অ্যাওয়ার্ডস 2021-এ আপনাদের প্রিয় নিউজ চ্যানেল 'ABP News' জিতে নিল একাধিক পুরস্কার। আপনাদের সকলের আস্থাই আমাদের এই উচ্চতায় পৌঁছে দিতে সাহায্য করেছে। নিউজ ব্রডকাস্টিং সংক্রান্ত মোট ৪৬ টি অ্যাওয়ার্ড এসেছে এবিপি নিউজের ঝুলিতে। মর্যাদার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা সিইও খেতাব পেলেন অবিনাশ পাণ্ডে (Avinash Pandey)। সেরা কারেন্ট অ্যাফেয়ার্স শো হয়েছে মাস্টার স্ট্রোক (Master Stroke)।
সেরা সিইও-র শিরোপা পেলেন অবিনাশ পাণ্ডে
অবিনাশ পান্ডে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠানে 'সেরা সিইও' (Best CEO Award) পুরস্কার পেয়েছেন। একই সঙ্গে মাস্টার স্ট্রোক পেয়েছেন 'বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স' পুরস্কার (Best Current Affairs Award)। নরসিমা সেরা ব্যবসায়িক প্রোগ্রামের পুরস্কার পেয়েছেন, আর 'বিশ্ব বিজয়তা' প্রোগ্রাম সেরা আন্তর্জাতিক কভারেজের পুরস্কার পেয়েছে।
ঝলকে পুরস্কার
ABP-এর 'আনকাট' ডিজিটাল প্ল্যাটফর্মে অবস্থান শক্তিশালী করছে, যার সুবাদে সেরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম হিন্দির জন্য সোনা পেয়েছে।
সেরা সংবাদ কভারেজ 'ভারত কা যুগ'-এর জন্য পুরস্কার পেয়েছেন। এর আগে গত বছরও এবিপি এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছিল।
গত বছরের সেরা অ্যাঙ্কর, সেরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম হিন্দি- বেল বাজাও- নন-করোনা রোগীর সমস্যা, সেরা ব্যবসায়িক প্রোগ্রাম হিন্দি- বেল বাজাও- চীনের চক্রব্যূহ, সেরা টক শো হিন্দি- রুবিকা লিয়াকত- শিখর সমাগম, হরিয়ানা মদ কেলেঙ্কারির জন্য সেরা খবর কভারেজ ন্যাশনালের ENBA পুরস্কার, 'অযোধ্যা ওহ 40 দিন' সেরা ইন ডেপথ সিরিজের পুরস্কার পেয়েছে।
গত বছরেও ছিল দাপট
গত বছরও ইউপির 'হাথরাস ঘটনা' কভারেজের জন্য সেরা সংবাদ কভারেজের জন্য জাতীয় পুরস্কার জিতেছিল, এবিপি নিউজ 'আমেরিকাতে পারালি'-এর জন্য সেরা নিউজ কভারেজ ইন্টারন্যাশনালের পুরস্কার এবং হাতরাসের কভারেজের জন্য এবিপি নিউজ পেয়েছিল। ঘটনা। সেরা সংবাদ ভিডিও কভারেজ পুরস্কার।
এবিপি নিউজের 'সাস, বহু অর সাজি'-এর জন্য সেরা বিনোদন কভারেজ পুরস্কার, সামাজিক ইস্যু (হিন্দি) এর সেরা কভারেজের জন্য 'পরিবর্তন' পুরস্কার, সেরা ব্রেকফাস্ট শো 'নমস্তে ভারত', সেরা প্রাইম টাইম শো- 'মাতৃভূমি', সেরা প্রয়াত প্রাইম টাইম শো (হিন্দি) - 'সেনসেশন' এবং প্রযুক্তির সেরা ব্যবহার - রাম মন্দির মডেলের জন্য 'ব্রোঞ্জ', দিল্লি নির্বাচনের জন্য 'সিলভার' এবং বিহারের মতামত পোলের জন্য 'গোল্ড'।