মুম্বই: প্রিয় বন্ধুর হঠাৎ মৃত্যু, আজ তিনি বারবার ফিরে আসেন নানা ঘটনায়, নানা কথায়, নানা প্রসঙ্গে। ৯ মার্চে প্রয়াত হন অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik)। কিন্তু আজও নানা কারণে তাঁকে মনে করেন বন্ধুরা। পরিবার ও বন্ধুদের মনে স্বাভাবিকভাবেই তাঁর স্মৃতি এখনও তাজা। এবার সঞ্জয় কপূরের (Sanjay Kapoor) স্মরণ করলেন পরিচালক অভিনেতা সতীশ কৌশিককে। 


স্মরণে সতীশ, আবেগঘন সঞ্জয়


সঞ্জয় কপূর বড়পর্দায় পা রাখেন সতীশ কৌশিকের পরিচালনাতেই। তাঁর তৈরি ছবি 'প্রেম'-এর (Prem) হাত ধরেই অভিনয় জীবন শুরু করেন সঞ্জয়। এদিন প্রয়াত পরিচালক ও সিনেমার একগুচ্ছ ছবি শেয়ার করেন অভিনেতা। 'প্রেম' ছবির ২৮ বছর পূর্তিতে আবেগে ভাসলেন তিনি। 


এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেন সঞ্জয় কপূর। তার মধ্যে অন্যতম সাদা-কালো একটি ছবি। এক ফ্রেমে সঞ্জয় কপূর, তব্বু ও সতীশ কৌশিককে দেখা যাচ্ছে ছবির সেটে। ক্যাপশনে লেখেন, ''প্রেম' ছবির ২৮ বছর পূর্তি, তোমাকে মিস করি সতীশ, ৫ মে ১৯৯৫, ডেবিউ।'


 






এর সঙ্গে আরও কয়েকটি ছবি পোস্ট করেন সঞ্জয়। সেখানে তব্বুর সঙ্গে ফ্রেম শেয়ার করতে দেখা যায় তাঁকে। বনি কপূরের প্রযোজনায় 'প্রেম' রোম্যান্টিক ঘরানার ছবি যা পুনর্জন্মের গল্প বলে। সঞ্জয় কপূরের চরিত্রের নাম ছবিতে হয়েছিল সঞ্জয় বর্মা। যে পূর্বজন্মের শান্তনু নামে একজনকে হ্যালুসিনেশনে দেখে। তাঁর সোনিয়া বর্মা নামে একজনের সঙ্গে আলাপ হয় এবং তাঁকে সে বিশ্বাস করাতে চায় যে সেই তাঁর পূর্বজন্মের প্রেমিকা লাচি। 


আরও পড়ুন: Kanchan Mallick Exclusive: কুৎসা হবেই, মানুষের ভালবাসাই অক্সিজেন, 'জোড়া জন্মদিনে' উপলদ্ধি কাঞ্চনের


ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সতীশ। অভিনয় জগতের সঙ্গে তাঁর প্রথম যোগসূত্র ছিল থিয়েটার। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল, 'মিস্টার ইন্ডিয়া' (Mr India), 'দিওয়ানা মস্তানা' (Deewana Mastana), 'ব্রিক লেন' (Brick Lane)2, 'সাজন চলে শ্বশুরাল' (Saajan Chale Sasural)। সতীশ কৌশিকের পরিচালিত ছবিগুলির মধ্যে অন্যতম ছিল, 'রূপ কী রানি, চোরো কি রাজা'  (Roop Ki Rani Choron Ka Raja), 'প্রেম' (Prem), 'হাম আপকে দিল মে রহেতে হ্যায়' (Hum Aapke Dil Mein Rehte Hain) ও 'তেরে নাম' (Tere Naam)।