নয়া দিল্লি : এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) অগ্নিপথ-আন্দোলন। অগ্নিপথ (Agnipath) প্রকল্পের ভালোমন্দ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গড়ার আর্জি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় বসিয়ে কমিটি গড়ার আবেদন জানানো হয়েছে। এই বিক্ষোভের জেরে দেশজুড়ে যে হিংসা ছড়িয়ে পড়েছে এবং রেল-সহ বিভিন্ন সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে তা নিয়ে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হোক। শীর্ষ আদালতে জনস্বার্থ মামলায় এই আবেদন জানিয়েছেন আইনজীবী বিশাল তিওয়ারি।
কী বলছেন আবেদনকারী ?
আবেদনকারী বলেছেন যে, "বিক্ষুব্ধ প্রার্থীরা" নয়াদিল্লি - ভাগলপুর বিক্রমশিলা এক্সপ্রেস এবং নয়া দিল্লি-দ্বারভাঙ্গা বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে কমপক্ষে ২০টি বগিতে আগুন ধরিয়ে দিয়েছে। বিহারে জাতীয় সড়কে অবরোধ করা হয়েছে। বিক্ষোভ এতটাই জোরাল হয় যে, পূর্ব মধ্য রেল কর্তৃপক্ষকে ১৬৪টি ট্রেন বাতিল করতে হয়। পাটনা জংশন সহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের ঘোরাঘুরি করতে হয়েছে। বাস টার্মিনালেও অনেকে জমায়েত করেন। বিভিন্ন সংবাদপত্রের খবর তুলে ধরে তিনি বলেছেন, দেশজুড়ে ৩০০টি বেশি ট্রেনের সমস্যা হয়েছে, ২০০-র বেশি প্রাইম ট্রেন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন ; অগ্নিপথ-বিক্ষোভের জের, অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের
অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিহার ছাড়াও উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা, দিল্লি-সহ দেশের ১৩টি রাজ্যে হিংসা ছড়িয়েছে। উত্তরপ্রদেশের জৌনপুরে যাত্রী নামিয়ে বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুন লাগানো হয় পুলিশের গাড়িতেও। শিকরারা থানা এলাকার লালাবাজারে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। কুশীনগরের পডরোনা স্টেশনে রেল অবরোধ করে তারা। আটকে পড়ে গোমতীনগর-ছাপরা এক্সপ্রেস। দুর্ভোগে যাত্রীরা। বিক্ষোভ-অশান্তির জেরে উত্তরপ্রদেশের ৪ জেলায় ৬টি এফআইআর দায়ের হয়েছে। এ পর্যন্ত ২৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অগ্নিপথ-বিক্ষোভে সেকেন্দ্রাবাদ স্টেশনে পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও একজন। ঘটনায় গ্রেফতার এক। হায়দরাবাদ পুলিশের দাবি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেকেন্দ্রাবাদ স্টেশনে বিক্ষোভ সংগঠিত করা হয়। ধৃত ব্যক্তি মূল ষড়যন্ত্রী বলে পুলিশের দাবি। গতকালের ঘটনায় নিহতের পরিবারের একজনকে সরকারি চাকরি ও পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
দেশজুড়ে অগ্নিপথ-বিক্ষোভের জের। অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে উদ্ধৃত করে ট্যুইটে জানানো হয়েছে, ৪ বছরের মেয়াদ শেষে সেনাবাহিনীতে চাকরি না থাকলেও অগ্নিবীর হিসেবে আজীবন পরিচয় দিতে পারবেন প্রশিক্ষিতরা। সমস্ত সরকারি চাকরিতে তাঁরা অগ্রাধিকার পাবেন। চাকরি ছাড়া অন্য কোনও জীবিকা বেছে নিলে অগ্নিবীররা তুলনামূলক কম সুদে ঋণ পাবেন। অগ্নিবীরদের প্রশিক্ষণের মেয়াদ ৬ মাসের হলেও, প্রশিক্ষণের মানের সঙ্গে সমঝোতা করা হবে না।