লন্ডন: ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ ব্রিটেন-সহ একাধিক দেশে ভারতীয়দের ঢোকায় এখন নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকাররা ৷ এই তালিকায় রয়েছে নিউজিল্যান্ড, আমেরিকা এবং সিঙ্গাপুরও ৷ এ দেশ থেকে কোনও ভারতীয় ব্রিটেনে ঢুকতে পারবেন না বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। তবে ভারত থেকে কোনও আইরিশ তথা ব্রিটিশ নাগরিকেরা সে দেশে গেলে, এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। যদিও ভারতের উপর এই নিষেধাজ্ঞা চলাকালীন ওই নাগরিকেরা ব্রিটেনে পা রাখলে তাঁদের মোটা অঙ্কের অর্থ খরচ করে বাধ্যতামূলক ভাবে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই অবস্থায় এয়ার ইন্ডিয়াও আপাতত ভারত থেকে ব্রিটেনগামী সব ফ্লাইট আগামী ২৪ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বাতিল করার কথা ঘোষণা করেছে বুধবার ৷ বিমান বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরানো বা বিমানযাত্রার তারিখ পিছিয়ে দেওয়া নিয়ে পরবর্তী সময়ে সময় সংস্থা ঘোষণা করবে বলে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ৷




ঠিক যেন গতবছরের আতঙ্কই ফিরে এসেছে ৷ ভারতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ ৷ এর প্রভাব বিমানযাত্রায় ফের পড়তে চলেছে বলে সহজেই অনুমান করা যায় ৷



গত বছর থেকেই স্বাভাবিক হয়নি আন্তর্জাতিক বিমানযাত্রা ৷ দেশে করোনার দ্বিতীয় ঢেউ এসে যাওয়ায় বিমান শিল্পে ফের উদ্বেগ বেড়েছে ৷