মুম্বই: মুম্বইয়ের ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ। রাজ্য সিআইডি অফিসারসহ ৪ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করছে মুম্বই ইডি। প্রাথমিক অনুসন্ধান শুরু করল মুম্বই ইডি (জোন ওয়ান)। ওরলি থানার কাছে চাওয়া হয়েছে এফআইআর। ব্যবসায়ীর কাছে থেকে ১০ কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ। ব্যবসায়ীর দাবি, ওই অফিসারকে তিনি ২০ লক্ষ টাকা দেন। মুম্বইয়ের একটি হোটেলে বৈঠক হয়েছিল বলে দাবি ওই ব্যবসায়ীর।


উত্তর ২৪ পরগনায় তোলাবাজি : তৃণমূলের (TMC) ২ নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার কামারহাটি। পুলিশ সূত্রে খবর, দু’পক্ষের ৪ জন আহত হন। আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কামারহাটি ESI হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে, যদিও কামারহাটি থানা  সেই অভিযোগ স্বীকার করেনি।


তোলাবাজি ঘিরে তরজা


এলাকা দখল ও তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। দলের এক নেতার অনুগামীদের বিরুদ্ধেই তোলাবাজি ও হামলার অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর। সংঘর্ষে জখম হয়েছেন দলের কয়েকজন কর্মীও। কামারহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিযোগ, গুড্ডু নামে আরেক তৃণমূল কর্মীর অনুগামীরা এলাকায় তোলাবাজি করে। যাকে কেন্দ্র করে রবিবার রাতে ক্রিক স্ট্রিটে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী। 


শিশু পাচার: সম্প্রতি আন্তর্জাতিক শিশু পাচার (child smuggling racket) চক্রের এক পান্ডাকে (kingpin) মুম্বই (mumbai) থেকে গ্রেফতার (arrest) করে স্বরূপনগর থানার (swarupnagar police station) পুলিশ। উদ্ধার দুই বাংলাদেশী শিশু।


কী ঘটেছিল?
মাসখানেক আগে পুলিশের কাছে খবর এসেছিল, সীমান্ত লাগোয়া স্বরূননগর থানার কৈজুড়ি পঞ্চায়েতের ভাদুড়িয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে পাঁচ ও সাত বছর বয়সী দুই শিশুকে আনা হয়েছে। সম্ভবত  বাংলাদেশ থেকে এনে রাখা হয়েছিল তাদের, এমনই খবর পাওয়া যায়। সূত্রের খবর, সুযোগ বুঝে পরে তাদের বিক্রি করে দেওয়ারও উদ্দেশ্য ছিল। খবর পেতেই পুলিশ ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। অভিযানের খবর পেয়েই দুই শিশুকে রেখে পালায় লাল্টু সর্দার নামে ওই শিশু পাচারকারী। এর পরই লাল্টুর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। কিন্তু এত দিন পর্যন্ত কোনও হদিস মেলেনি। দুই শিশুকে উদ্ধার করে এনে বাগুইআটির একটি হোমে রাখা হয়েছিল। অবশেষে ধরা পড়ল লাল্টু। দীর্ঘ দিন গা ঢাকা দিয়ে থাকার পর পুলিশ তার সন্ধান পায়। মুম্বই থেকে লাল্টু সর্দারকে গ্রেফতার করা হয়। আজ সাত দিনের পুলিসি হেফাজত চেয়ে তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলাও হয়েছে। প্রসঙ্গত, কখনও শিশুপাচার কখনও আবার অনুপ্রবেশ, নানা ঘটনার জেরে প্রায়ই শিরোনামে আসে উত্তর ২৪ পরগনা। সোনা পাচারের ঘটনাও এই জেলায় নতুন নয়। গত জুলাইতেই বিপুল পরিমাণ সোনা পাচারের ছক বানচাল করে দিয়েছিল বিএসএফ।