নয়াদিল্লি: অশান্ত ত্রিপুরা, ৪ ঘণ্টা ধর্নার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সাংসদরা। সকাল থেকে নর্থ ব্লকের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ চলে। শেষপর্যন্ত সময় মিলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সময়। পুলিশি অত্যাচারের অভিযোগে ত্রিপুরা সরকারের কাছে রিপোর্ট চাইবে কেন্দ্র, অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পরে দাবি তৃণমূলের। অশান্তি নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, জানিয়েছেন, অমিত শাহ, এমনও দাবি করেছে তৃণমূল।
সাক্ষাতের পর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘অমিত শাহকে স্মারকলিপি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সৌগত রায়। ত্রিপুরায় বেছে বেছে মামলা দেওয়া হচ্ছে। সায়নীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দেওয়া হয়েছে কী করে? প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এরকম ঘটনা ঘটে কী করে? গতকাল ত্রিপুরা সরকারের সঙ্গে কথা বলেছেন অমিত শাহ’। ‘আর কোনও হিংসাত্মক ঘটনা ঘটবে না ত্রিপুরায়, এমন আশ্বাস দিয়েছেন অমিত শাহ’, দাবি তৃণমূল সাংসদ সৌগত রায়ের। ‘ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল সাংসদরা, জানানো হয়েছে অমিত শাহকে।
এর আগে ‘আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করছি’, জানিয়ে সকালে ট্যুইট করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। এরপরও সাক্ষাতের সময় না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছিল তৃণমূল কংগ্রেস । নর্থ ব্লকের সামনে তৃণমূল সাংসদদের বিক্ষোভ চলতে থাকে।বিক্ষোভ প্রদর্শনকারী তৃণমূল সাংসদরা অভিযোগ করেন, ত্রিপুরায় গুণ্ডারাজ চলছে। তৃণমূল নেতা-কর্মীদের মারধর করছে বিজেপি। এর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তিনি সময় দেননি। এ জন্য তাঁর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি। আমাদের দাবি, অমিত শাহ এসে আমাদের সঙ্গে দেখা করুন।
তাঁরা আরও অভিযোগ করেন, ত্রিপুরায় তৃণমূলের ওপর হামলার ঘটনায় সায় রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। এ জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের প্রতিনিধি দলকে সময় দেননি।
শেষপর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সময় দেন তৃণমূল সাংসদদের প্রতিনিধি দলকে। সাক্ষাতের পর সৌগত রায় বলেন,স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন কোনও হিংসা হবে না বলে। আমাদের মূল দাবি ছিল হিংসা বন্ধ করা দরকার। আমাদের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা যেন দায়ের না করা হয়। ত্রিপুরায় যেন শান্তি বজায় থাকে।