Amrit Udyan Opening Time: গতকালই রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে উদ্যান উৎসবের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেই উৎসবে রাষ্ট্রপতির তরফ থেকে জানানো হয় আজ শুক্রবার ২ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে যাবে এই উদ্যানের (Amrit Udyan Ticket  Booking) দরজা। আগামী ৩১ মার্চ পর্যন্ত সাধারণ মানুষেরা প্রবেশ করতে পারবেন এই অমৃত উদ্যানে। সোমবার ছাড়া সপ্তাহের অন্য ছয়দিন যে কেউ অমৃত উদ্যান দর্শন করতে পারবেন। তবে উদ্যান দর্শনের জন্য আগে থেকে টিকিট বুকিং করতে হবে, উদ্যান দর্শনেরও নির্দিষ্ট সময়সীমা আছে।


কখন উদ্যান দর্শন করা যাবে


সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই উদ্যান দর্শন করা যাবে। তবে ৪টের পর আর কাউকে প্রবেশাধিকার বা টিকিট দেওয়া হবে না। রাষ্ট্রপতি ভবনের (Amrit Udyan Ticket  Booking) ৩৫ নং গেট দিয়েই সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন এই অমৃত উদ্যানে। তবে জানানো হয়েছে ২৫ মার্চ হোলি উপলক্ষ্যে উদ্যান বন্ধ থাকবে। একইভাবে ২২ ও ২৩ ফেব্রুয়ারি এবং ১ ও ৫ মার্চ সপ্তাহের এই চারদিন বিশেষ গোষ্ঠীর জন্য বুকিং করা থাকবে অমৃত উদ্যান, এই দিনগুলিতে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই।


কীভাবে টিকিট বুকিং হবে


রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে যে উদ্যান (Amrit Udyan Ticket  Booking) উৎসব চলাকালীন অমৃত উদ্যানে প্রবেশের জন্য কোনও টিকিটমূল্য দিতে হবে না। অমৃত উদ্যানে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকেও কাটতে পারেন টিকিট। তবে অনলাইনেও টিকিট কাটার সুবিধে দেওয়া হয়েছে।



  • অনলাইনে টিকিট কাটার জন্য প্রথমেই আপনাকে রাষ্ট্রপতি ভবনের অফিসিয়াল ওয়েবসাইট rashtrapatibhavan.gov.in-তে যেতে হবে।

  • তারপর সেখানে অমৃত উদ্যান লেখা ট্যাবে ক্লিক করতে হবে। সেখানেই দেখা যাবে প্রবেশের সময়, দিন, তারিখ ইত্যাদি তথ্য জানতে চাওয়া হচ্ছে।

  • নিজের পছন্দমত স্লটে এভাবে টিকিট বুকিং করে নিন সহজেই।

  • আপনার সঙ্গে যারা যারা যাবেন, তাদের বিস্তারিত তথ্যও দিতে হবে এখানে।

  • মোবাইল নম্বর দিলে সেই নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপি বসালেই টিকিট বুকিং হয়ে যাবে। এই টিকিটের কপি সফটকপি হিসেবেও রেখে দিতে পারেন বা প্রিন্ট আউট করে নিতে পারেন।

  • অফলাইনে টিকিট কাটতে হলে ৩৫ নং গেটের কাছের কাউন্টার থেকে কাটতে হবে।


কী বৈশিষ্ট্য অমৃত উদ্যানের


১৫ একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে এই অমৃত উদ্যান (Amrit Udyan Ticket  Booking)। রাষ্ট্রপতি ভবনের এই উদ্যান উৎসবে থাকছে ৮৫ প্রজাতির ফুল। এছাড়া ফ্লোরাল ক্লক ও সেল্ফি পয়েন্ট। রাষ্ট্রপতি ভবনের এই উদ্যানের নাম আগে ছিল মুঘল উদ্যান।


আরও পড়ুন: Udyan Utsav 2024 : ৪২ হাজার টিউলিপ, ৮৫ প্রজাতির ফুল-বিশিষ্ট 'উদ্যান উৎসব'-এর উদ্বোধন রাষ্ট্রপতির; কবে সাধারণের জন্য ?