সিয়াং: বাংলা নববর্ষের প্রথম দিনেই উত্তর-পূর্ব রাজ্য কেঁপে উঠল ভূমিকম্পে। শুক্রবার ভোরে অরুণাচল প্রদেশের পাঞ্জিনের উত্তরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভোর ৬টা বেজে ৫৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। এই তথ্যের কথা জানানো হয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology). 


কোথায় ভূমিকম্প:
অরুণাচল প্রদেশের পাঞ্জিনের ১১৭৬ কিলোমিটার উত্তরে (North of Pangin) ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিয়ে টুইটও করেছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology). 






এর আগেও ভূমিকম্প:
অরুণাচল প্রদেশ এমনিতেই ভূমিকম্পপ্রবণ এলাকা। এর আগেও একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে এই রাজ্যে। ১৫ মার্চ পাঞ্জিন শহরই কেঁপে উঠেছিল ভূমিকম্পে। সেবার রিখটার স্কেলে ভূমিকম্পের অভিঘাত ছিল ৪.১। ২৬ মার্চেও ভূমিকম্পের অভিঘাতে কেঁপে উঠেছিল পাঞ্জিন শহর। সেবারও পাঞ্জিন শহরের উত্তর দিকে ভূকম্প অনুভূত হয়েছিল। ওই দিন সকাল ৯টা বেজে ৫১ মিনিটে সেখানে রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ছিল ৫.১। ১৫ এপ্রিল যেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে, প্রায় সেখানেই ২৬ মার্চ ভূকম্প হয়। 


হিমালয় রেঞ্জ এলাকায় প্রায়শই ভূমিকম্প হয়ে থাকে। গোটা উত্তরক পূর্ব ভারতই ভূমিকম্প জোনের মধ্যে পড়ে। এই এলাকায় পড়ে বাংলার উত্তরদিকের জেলাগুলিও। এই বছরেই জানুয়ারিতে মিজোরামে ভূমিকম্প হয়েছে, তার জেরে কম্পন অনুভূত উত্তরবঙ্গেও। কোচবিহারেও মৃদু কম্পন অনুভূত হয়েছিল। ওই ঘটনায় মিজোরামে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিজোরামের চাম্পাই। ভূকম্পনের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে।
 


 


আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডের বাজারে পা ফেলল বন্ধন