Assam CM Statement over Rahul: ফের কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীকে নিশানা অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার। এক্ষেত্রেও তাঁর মুখে শোনা গিয়েছে বিতর্কিত মন্তব্য। তিনি বলেছেন, রাহুল গাঁধীর ভাষা একেবারেই সেই রকম, যা ১৯৪৭-এর আগে জিন্না বলতেন। এখানেই থেকে থাকেননি হিমন্ত বিশ্ব শর্মা। তিনি রাহুল গাঁধীকে ‘আধুনিক জিন্না’ বলেও উল্লেখ করেছেন। অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমার মনে হয় রাহুল গাঁধীর ভেতরে জিন্নার ভূত ঢুকে গিয়েছে’। 


রাহুল গাঁধীকে কটাক্ষ করে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘তাঁর (রাহুল গাঁধীর) ভারত শুধু গুজরাত থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত মনে হয়। গত ১০ দিন ধরে তিনি কী বলছেন, তা লক্ষ্য করছিলাম। একবার বললেন ভারত ইউনিয়ন অফ স্টেটস। আর এক সময় বললেন, ভারত মানে গুজরাত থেকে বাংলা’। 
এর আগে উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনের প্রচারে রাহুল গাঁধী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী। আগামী ১৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। রাজ্যের বিজেপির হয়ে ভোটের প্রচারে এসে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতের নেতৃত্বে পাকিস্তানে চালানো সেনার পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছিলেন রাহুল গাঁধী। এরপরই তিনি বলেন, আমরা কি প্রমাণ চেয়েছি যে, আপনি রাজীব গাঁধীর ছেলে কিনা। 


অসমের মুখ্যমন্ত্রী বলেন, রাহুল গাঁধী ও কংগ্রেস নেতাদের ওপর জিন্নার আত্মা চেপে বয়েছে আর তাঁরা সেই সব কথা বলছেন, যা দেশ ভাগের জন্য দায়ী জিন্নার মুখে শোনা যেত। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেছেন, আমি নিজে অসমে কংগ্রেস সরকারের সংখ্যালঘু তোষণের দাগ ধুয়ে ফেলার চেষ্টা করে যাচ্ছি। এখানেও কিছুদিন আগে পর্যন্ত,ও নমাজের ছুটি ঘোষণাকারী কংগ্রেস নেতারা বন্ধ কামরায় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন। বিজেপি দেবভূমিতে কংগ্রেসের এই মনস্কামনা কখনও পূরণ হতে দেবে না। 


অসমের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জন্য তাঁকে পাল্টা নিশানা করেছে কংগ্রেস। দলের অভিযোগ, মানসিক ভারসাম্য সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন হিমন্ত বিশ্ব শর্মা।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোয়াজ করতে তিনি তাঁর পুরানো দলকে গালিগালাজ করছেন। 


কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ট্যুইট করে বলেছেন, বিধানসভা ভোটে হারের আঁচ পেয়ে অসমের (কংগ্রেস থেকে বিতাড়িত) মুখ্যমন্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এবং রাজনৈতিক দেউলিয়ানাপনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। এখন মোদিকে তোয়াজ করতে নিজের পুরানো দলকে তাঁর গালিগালাজের প্রয়োজন  রয়েছে। এটা হিমন্ত বিশ্ব শর্মার উচ্ছৃঙ্খলতা ও নোংরা মানসিকতার প্রমাণ। 


উল্লেখ্য, কয়েক বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।