নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের পাশাপাশি ভোট চলছে অসমেও। আর অসমে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব মিটতে না মিটতেই একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে জড়িয়েছে বিজেপি। ওই ভিডিওতে দেখা গিয়েছে, পাথরকান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের গাড়িতে করে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও প্রকাশ্যে আসতেই ভোট লুঠের অভিযোগে বিজেপিকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা ও রাহুল গাঁধী-সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। তবে অসমের বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ নিয়ে। তবে ওই বুথকর্মীদের দাবি, ইভিএম মেশিন-সহ ওই গাড়িতে ‘লিফ্ট’ নিয়েছিলেন তাঁরা।


বৃহস্পতিবার অসমের ৩৯টি বিধানসভা আসনে ভোট হয়েছে। ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সাদা রঙের বোলেরো গাড়িতে করে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে। ওই গাড়িটি কৃষ্ণেন্দুর বলেও ভিডিওতে দাবি করা হয়েছে। স্বাভাবিক ভাবেই এ নিয়ে প্রিয়ঙ্কা-সহ কংগ্রেস নেতারা বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে। গোটা ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন প্রিয়ঙ্কা। সেই সঙ্গে বিজেপি-কে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।



প্রিয়ঙ্কা ট্যুইট করেন, ‘ভোটের সময় যখনই কোনও প্রাইভেট গাড়িতে ইভিএম নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে, আশ্চর্যজনকভাবে প্রতিবারই তাতে কিছু সাদৃশ্য পাওয়া যায়।’ কী সেই মিল? প্রিয়ঙ্কা লিখেছেন, ‘ওই গাড়িগুলি কোনও না কোনও বিজেপি প্রার্থীরই হয়। ভিডিওগুলি বিচ্ছিন্ন ঘটনা বলে দাগিয়ে দেওয়া হয়। এ ধরনের ঘটনায় কিছুই পদক্ষেপ করা হয় না’।


বিজেপিকে বিঁধে ট্যুইট করেছেন রাহুল গাঁধীও। তিনি ইঙ্গিতপূর্ণভাবে ট্যুইট করেন, 'নির্বাচন কমিশনের গাড়ি খারাপ। বিজেপির উদ্দেশ্য খারাপ। গণতন্ত্রের হাল খারাপ।'



প্রসঙ্গত, বাংলায় বিধানসভা ভোটের প্রথম দু দফায় বিজেপির বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে নরেন্দ্র মোদি-অমিত শাহরাও প্রতিক্রিয়া দিয়েছিলেন। এবার অসমেও সেই একই বিতর্ক।