নয়াদিল্লি: উত্তরপ্রদেশের (UP Elections 2022) পাশাপাশি  উত্তরাখণ্ড, মণিপুর, গোয়ার  বিজেপির উপর আস্থা রাখার জন্য সাধারণ মানুষকে  ধন্যবাদ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “এই জয় নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের জয়।‘’ “ভয় এবং দুর্নীতিমুক্ত সরকার গড়ার পক্ষে ভোট মানুষের।‘’ ট্যুইট করে বিজেপি কর্মী-সমর্থকদের শুভেচ্ছা অমিত শাহের (Amit Shah)।










 





উত্তরপ্রদেশের মতো একই ছবি দেখা গেল উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে এই প্রথমবার প্রতি ৫ বছর পর সরকার পরিবর্তন হল না। উত্তরাখণ্ডে প্রাপ্ত ভোটের হার ধরে রাখল বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরাখণ্ডে ফের সরকার গঠনের পথে বিজেপি। উত্তরাখণ্ডে বিজেপির দখলে ৪৭ আসন। কংগ্রেস পেয়েছে ১৯ আসন। গোয়ায় সংখ্যা গরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল বিজেপি। ৪০ আসনের গোয়ায় বিজেপির দখলে ২০টি। কংগ্রেসের- ১২, তৃণমূল জোট- ২, আপ- ২, অন্যান্য- ৪। গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি। সূত্রের খবর, ১৪ মার্চ শপথ নিতে পারেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে সমর্থনের ঘোষণা জয়ী নির্দল প্রার্থীর। বিজেপিকে সমর্থনের ঘোষণা বিচোলিমের জয়ী নির্দল প্রার্থী চন্দ্রকান্ত শেটিয়ের। মণিপুরেও ২৮ আসন পেয়ে বৃহত্তম দল বিজেপি। কংগ্রেস- ৯, এনপিপি- ৮, এনপিএফ-৫, অন্যান্য- ৪।


আরও পড়ুন: Punjab Election Result 2022: ''ইতিহাস মনে রাখে তাঁদের, যাঁরা ইতিহাস তৈরি করতে জানে'', ভগবন্ত সিংহ মানকে শুভেচ্ছাবার্তা কপিল শর্মার