নয়াদিল্লি: চার রাজ্যে জয়ের পর উৎসাহে ফুটছে গেরুয়া শিবির। তাতে ভর করেই ২০২৪-এর লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু বিধানসভা নির্বাচনের (Five States Assembly Elections 2022) ফলাফলের উপর ভিত্তি করে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ফলাফল নির্ধারণ সম্ভব নয় বলে এ বার মন্তব্য করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তাঁরা মতে, এটা উত্তেজনার আবহ তৈরি করার প্রচেষ্টা ছাড়া কিছু নয়।


চার রাজ্যে বিজেপি-র (BJP) জয়ে ২০২৪-এর ফলাফল নিশ্চিত হয়ে গেল বলে বৃহস্পতিবার মন্তব্য করেন মোদি। তারপরই এ দিন সকালে টুইটারে এ নিয়ে নিজের মতামত জানান প্রশান্ত। তিনি লেখেন, ‘ভারতের জন্য আসল লড়াই ২০২৪ সালে। কোনও রাজ্যের নির্বাচনে নয়।’ সরাসরি নাম না করলেও, মোদিকেই নিশানা করেন তিনি। লেখেন, ‘সাহেবও তা খুব ভাল করে জানেন। কিন্তু চালাকি করে বিধানসভার ফলাফল নিয়ে উত্তেজনার আবহ তৈরি করার চেষ্টা করছেন, যাতে বিরোধীদের চাপে রেখে মনস্তাত্ত্বিক সুবিধা আদায় করা যায়। এই মিথ্যা ব্যাখ্যার চক্করে পড়বেন না’।





আরও পড়ুন: PM Modi Live: ২২-এর ফল ২৪-এর চিত্র পরিষ্কার করে দিল, বললেন নরেন্দ্র মোদি


বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। তাতে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুর, চার রাজ্যেই বিপুল জনসমর্থনী বিজয়ী হয়েছে বিজেপি। তার পর থেকেই আসন্ন ২০১৪-এর লোকসভা নির্বাচন নিয়ে বিচার বিশ্লেষণ শুরু হয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশের জয়ই বিজেপি-কে দৌড়ে অনেকটা এগিয়ে রাখল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


ফলাফল ঘোষণার পর রাতে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণে মোদির গলাতেও সেই আত্মবিশ্বাসের সুর ধরা পড়ে। তিনি বলেন, ‘‘এমন দিন আসবে, যে দিন নাগরিকদের হাতে দেশে পরিবারতান্ত্রিক রাজনীতির সূর্যাস্ত ঘটবে। এই নির্বাচনে ভেবেচিন্তেই ভোট দিয়েছেন দেশের নাগরিক। আগামী দিনে কী হতে চলেছে, ইশারা বোঝা অসম্ভব নয়। ২০১৯-এ রাজনীতির জ্ঞানীরা বলেছিলেন, এ তো হওয়ারই ছিল। ২০১৭-য় বিজেপি উত্তরপ্রদেশে জেতার পরই ফলাফল ঠিক হয়ে গিয়েছিল। এ বারও তাঁদের মানতে হবে যে, ২০২২-এর ফলাফল ২০২৪-এর পরিণতি ঠিক করে দিয়েছে।’’ এই মন্তব্য নিয়েই মোদিকে প্রশান্ত নিশানা করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।