Indian Railways: বাচ্চাদের (Children) নিয়ে ট্রেনে যাতায়াতের সময় অভিভাবকদের মনে বাচ্চাদের টিকিট (Train Ticket) সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন জাগে। কত বছর বয়স পর্যন্ত বাচ্চারা টিকিট (Indian Railways) ছাড়াই যাতায়াত করতে পারবে, কখন টিকিটের প্রয়োজন, সব নিয়েই থাকে বিভিন্ন প্রশ্ন। এর মধ্যেই সম্প্রতি কিছু সংবাদমাধ্যমের মাধ্যমে শোনা গিয়েছিল যে বাচ্চাদের টিকিটের ক্ষেত্রে ভারতীয় রেল নাকি নিয়মের পরিবর্তন করেছে। ওইসব রিপোর্টে বলা হয়েছিল এক থেকে চার বছর বয়সী বাচ্চাদের জন্যেও নাকি টিকিট কাটতে হবে ট্রেনে চড়লে।


তবে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এই তথ্য সম্পূর্ণরূপে ভুল। ট্রেনে বাচ্চাদের টিকিটের ক্ষেত্রে নিয়মে কোনও পরিবর্তন করা হয়নি বলেই জানিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। শুধুমাত্র যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে। সেখানে যাত্রীরা চাইলে তাঁদের ৫ বছর বয়সের কম বাচ্চাদের জন্য বার্থ বুকিংয়ের সুযোগ পাবেন। আলাদা বার্থ না চাইলে ব্যবস্থা রয়েছে আগের মতোই। অর্থাৎ ফ্রিতেই যাতায়াত করতে পারবে এক থেকে চার বছর বয়সী বাচ্চারা।


গত ৬ মার্চ, ২০২০ তারিখে রেলমন্ত্রকের একটি সার্কুলারে বলা হয়েছিল পাঁচ বছরের কম বয়সী বাচ্চারা বিনা খরচায় ভারতীয় রেলে সফর করতে পারবে। টিকিট কাটার কোনও প্রয়োজন নেই। তবে যদি আলাদা করে বার্থ বা চেয়ারকার ট্রেনের ক্ষেত্রে সিট নেওয়া হয় তাহলে টিকিট কাটতে হবে। অর্থাৎ বাচ্চার বয়স যদি ৫ বছরের কম হয় এবং তার জন্য আলাদা করে কোনও বার্থ বা সিট বুকিং করা না হয়, তাহলে বিনামূল্যেই বা টিকিট না কেটে অর্থাৎ টিকিট ছাড়া ভারতীয় রেলে সফরের সুযোগ পাবে তারা। তবে আলাদা করে বার্থ বা সিটের ব্যবস্থা করা হলে টিকিট কাটতে হবে।


সম্প্রতি ভারতীয় রেলের তরফে লখনউ মেলের এসি থার্ড বগি বা এসি ট্রিটায়ারে বাচ্চাদের জন্য আলাদা করে বেবি বার্থের আয়োজন করা হয়েছে। পাঁচ বছরের কম বয়সীদের জন্য এই বার্থের আয়োজন করা হয়েছে। ভারতীয় রেলের এই উদ্যোগ নেট দুনিয়ায় নেটিজনদের যথেষ্ট প্রশংসাও পেয়েছে। আপাতত ৫ থেকে ১১ বছর বয়সী বাচ্চাদের জন্য ট্রেনে উঠলেই টিকিট কাটার নিয়ম চালু রয়েছে। ৫ থেকে ১১ বছর বয়সীদের ক্ষেত্রে একটা গোটা বার্থের জন্য বুকিং করলে পুরো টাকা লাগবে। যদি বার্থ ছাড়া বাচ্চার জন্য সিট নেওয়া হয় তাহলে অর্ধেক টাকা লাগবে। ১২ বছর বয়সের উর্দ্ধে যারা তাদের ক্ষেত্রে পুরো টাকা লাগবে।


আরও পড়ুন- এলআইসি-র বন্ধ পলিসি শুরু করতে পারবেন, এই তারিখের মধ্যে করতে হবে আবেদন