বেঙ্গালুরু, কর্নাটক: প্রবল বৃষ্টি, তার জেরে বন্যা পরিস্থিতি। জলে ডুবেছে ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুর (Bengaluru) একটা বড় অংশ। সেই বানভাসি (Flood) হওয়ার ছবি ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার ভাইরাল হল উল্টোদিকের ছবিও। বেঙ্গালুরুর বাসিন্দা বলে দাবি করা একাধিক ব্যক্তি তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন 'স্বাভাবিক' বেঙ্গালুরুর ছবি। সেখানে তাঁরা জানাচ্ছেন, বেঙ্গালুরুর সব অংশেই বন্যা হয়নি। বেঙ্গালুরুর পূর্ব দিকে মূলত নীচু এলাকা হওয়ার জন্য সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।


কোথায় কোথায় বন্যা পরিস্থিতি:
বেঙ্গালুরুর আউটার রিং রোড, বেলান্দুর, মারাথাল্লি, সরজাপুর এলাকা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি বেঙ্গালুরুতে বন্যা পরিস্থিতির কোনও প্রভাব নেই। এমনটা দাবি করা হয়েছে বেঙ্গালুরু কর্পোরেশনের তরফেও।


সেই 'স্বাভাবিক' বেঙ্গালুরুর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।     










বেঙ্গালুরু কর্পোরেশন (Bruhat Bengaluru Mahanagara Palike)-এর কমিশনার তুষার গিরিনাথ (Tushar Girinath) জানিয়েছেন, গোটা বেঙ্গালুরুর আয়তন ৮০০ বর্গ কিলোমিটার, তার মধ্যে ৫-৬ বর্গ কিলোমিটার বানভাসি। গত কয়েক সপ্তাহে প্রবল বৃষ্টিপাত হয়েছে। তাতে বেঙ্গালুরুর একাধিক জলাশয় উপচে পড়েছে। জল যাওয়ার জায়গায় না থাকায়, নীচু জায়গাগুলিতে বন্যা হয়েছে বলে জানানো হয়েছে।  তুষার গিরিনাথ  আরও জানিয়েছেন যে, গত পঞ্চাশ বছরে বেঙ্গালুরুতে এটি দ্বিতীয় সর্বোচ্চ বর্ষার মরসুম। ৩০ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বেঙ্গালুরুতে যা বৃষ্টি হয়েছে, তা স্বাভাবিক বৃষ্টিপাতের ৫ গুণ। স্বাভাবিক ভাবেই তার বড়সড় প্রভাব পড়েছে নিকাশিতে। এমডি রোড চার্চ স্ট্রিট, বিটিএম স্টেজ টু-এইসব এলাকায় বন্যার কোনও প্রভাব পড়েনি বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ।  

আরও পড়ুন: আইফোন ১৪ থেকে নতুন চিপসেট, আজ টেক বিশ্বের নজরে অ্যাপলের ইভেন্ট, সব আপডেট সবার আগে