Best Low Height Scooty in India: দুই চাকার বিভাগে স্কুটারের চাহিদা দেশে ক্রমাগত বাড়ছে। গিয়ার ছাড়া সহজে যানজটপূর্ণ রাস্তায় চলা যায় বলে স্কুটারের দিকে ঝুঁকছে দেশ। তবে আপনার উচ্চতা কম হলেও সমস্যা হবে না এই স্কুটারগুলি চালাতে। 


TVS Scooty Pep Plus
এটি কম উচ্চতার লোকেদের জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এর আসনের উচ্চতা ৭৬০ এমএম। যাদের উচ্চতা প্রায় ৫ ফুট তাদের জন্য এটি একটি ভাল বিকল্প। বর্তমানে দেশে এই স্কুটারের এক্স-শোরুম প্রাইস ৬৫,০০০ টাকা।


TVS Scooty Zest 110
এটি ছোট স্কুটির একটি বড় অপশন হিসাবে দেখা যেতে পারে। এই স্কুটারটিতে স্কুটি পেপ প্লাসের চেয়ে মসৃণ ডিজাইন ও আগ্রাসী চেহারা রয়েছে। এর সিটের উচ্চতা ৭৬০ এমএম, যার এক্স-শোরুম মূল্য ৭১ হাজার টাকা থেকে শুরু।


Hero Pleasure Plus
Hero MotoCorp গত বছর একটি নতুন স্টাইলে প্লেজার প্লাস লঞ্চ করেছে। এর সিট ৭৬৫ এমএম উঁচু। এর এক্স-শোরুম মূল্য ৬৬ হাজার টাকা।


TVS Jupiter
এটি ভারতে সর্বাধিক বিক্রিত স্কুটারগুলির মধ্যে দুই নম্বরে রয়েছে৷ এর আসনের উচ্চতা ৭৬৫ এমএম। অনেক ফিচার সহ এই স্কুটারটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৬৩,০৬২ টাকা।


Honda Activa 6G
এটি ৭৬৫ এমএম আসনের উচ্চতা সহ ভারতে সর্বাধিক বিক্রিত স্কুটার। এটি একটি ইউনিসেক্স স্কুটার। এর এক্স-শোরুম মূল্য ৭১,০০০ টাকা। এটি সম্প্রতি নতুন আপডেট পেয়েছে।


দেশের বাজারে স্কুটারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় নতুন করে ম্যাক্সি স্কুটার আনছে বিভিন্ন কোম্পানি। বড় চাকা ছড়ানো এই স্কুটারের আয়তন অনেক বড়। তবে পিছিয়ে নেই সাধারণ স্কুটারগুলি। সেরা মাইলেজের জন্য এখনও এই স্কুটারগুলির ওপর ভরসা করে দেশবাসী। দেশের স্কুটারের সেলস বৃদ্ধির অন্যতম কারণ এর চালানোর পদ্ধতি। বাইকের মতো গিয়ার বদলাতে হয় না স্কুটারে। তাই সহজেই রাস্তায় চালানো যায়।


আরও পড়ুন : Maruti Grand Vitara: গ্র্যান্ড ভিটারার দাম ফাঁস, জেনে নিন, কোন মডেলের কী মূল্য