নয়াদিল্লি: একেবারে অন্য রূপ। মার্শাল আর্ট শিক্ষকের ভূমিকায় দেখা গেল রাহুল গাঁধীকে। ভারত জোড়ো যাত্রার মধ্যেই এক বালককে মার্শাল আর্টের মারপ্যাঁচ শেখালেন রাহুল। সেই ভিডিও শেয়ার করা হয়েছে কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে। রাহুল গাঁধী নিজে আইকিডো-তে ব্ল্যাক বেল্ট।
শিক্ষক রাহুল:
মার্শাল আর্টে (Martial Art) ঘুষি মারার কৌশল কী? সেটাই ওই বালককে হাতেকলমে শেখাতে দেখা যায় রাহুল গাঁধীকে (Rahul Gandhi)। এই ভিডিও শেয়ার করে কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, 'যদি কৌশল ভুল হয় তাহলে দেশ ধ্বংসের দিকে যেতে পারে। এটা দেশের শিশুদের ভবিষ্যতের প্রশ্ন। রাহুল গাঁধী শিশুদের ঠিক কৌশল শেখাচ্ছেন।'
আর একটি সময় ধিমসা নামে একটি লোকনৃত্যের শিল্পীদের সঙ্গেও নাচতে দেখা যায় রাহুল গাঁধীকে। বৃহস্পতিবার সকালে পাতানচেরু থেকে শুরু হয়েছে পদযাত্রা। এদিন রাতে সাঙ্গারেড্ডি জেলার শিভমপেটে থামবে যাত্রা।
পদযাত্রার মাঝেই হালকা মেজাজে:
ভারত জোড়ো যাত্রার মধ্যে প্রায়শই অন্য মেজাজে দেখা গিয়েছে রাহুল গাঁধীকে। কখনও কোনও শিশু আবার কখনও কোনও বৃদ্ধার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। বেশ কিছুদিন আগে কর্নাটকে পদযাত্রার সময় রাস্তায় পুশ-আপ দিতে দেখা যায় রাহুল গাঁধীকে। সেই সময়ও তাঁর পাশে ছিল এক বালক। পুশ আপ দিতে দেখা যায় কর্নাটক কংগ্রেসের প্রধান ডিকে শিবকুমার এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালকেও।
গতকাল যোগ দিয়েছিলেন পূজা ভট্ট:
মাসখানেকেরও বেশি সময় ধরে চলছে ভারত জোড়ো যাত্রা। বুধবার প্রথম কংগ্রেসের এই কর্মসূচিতে দেখা গেল বলিউডের প্রথম সারির কোনও পরিচিত মুখকে। রাহুল গাঁধীর পাশেই হাঁটলেন পূজা ভট্ট। একাধিক সামাজিক বিষয়েই সরব হতে দেখা যায় পূজা ভট্টকে। সোশ্যাল মিডিয়াতেও নানা বিষয়ে মন্তব্য করে থাকেন তিনি। এবার তাঁকে দেখা গেল কংগ্রেসের এই ভারতজোড়া কর্মসূচিতে। বর্ষীয়ান চিত্র পরিচালক মহেশ ভট্টের মেয়ে পূজা ভট্ট।
আরও পড়ুন: ৬ রাজ্যের ৭ আসনের উপনির্বাচন আজ, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ