নয়া দিল্লি : চলছে 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra)। প্রতিদিন ২০ কিলোমিটার করে হাঁটা। রোদের তাতও উৎসাহে ভাটা ফেলতে পারেনি কংগ্রেস কর্মীদের। পড়বে-ই বা কী করে ? তাঁদের উৎসাহ দিতে যে এগিয়ে আসছেন স্বয়ং রাহুল গাঁধী (Rahul Gandhi)। সারা দিনের ক্লান্তিকর হাঁটা শেষে একটু জিরিয়ে নেওয়ার সময়ে তাঁদের সঙ্গে গল্প-মজায় সামিল হচ্ছেন কংগ্রেস নেতা (Congress Leader)। সেরকমই মুহূর্তের ভিডিও দলের সোশাল মিডিয়া (Social Media) টিম আপলোড করেছে। যেখানে কংগ্রেস কর্মীদের সঙ্গে আড্ডায় মশগুল রাহুল। দলের সভাপতি নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয় কর্ণাটকের এক জায়গায়। সেখানকারই একটি তাঁবুতে কংগ্রেস কর্মীদের সঙ্গে সন্ধের দিকে গল্পে মেতে উঠলেন রাহুল। যা "What's up, Yatris?" শিরোনামে এখন সোশাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে।


দলীয় কর্মীদের সঙ্গে আড্ডা রাহুলের-


কংগ্রেস কর্মীদের কাছে রাহুল জানতে চান, সব ঠিকাক চলছে কি না ? বিশেষ করে তাঁদের স্বাস্থ্যের কথা। বা মিছিলে সকলে হাঁটছেন কি না ? তাতে কংগ্রেস কর্মীরা সমবেতভাবে উত্তর দেন, "হ্যাঁ। একশো শতাংশ।"


এক যাত্রী তখন বলেন, "এতটা হাঁটলে প্রথম প্রথম একটু সমস্যা হয়। যেমন-ফোস্কা পড়া।" রাহুল জানতে চান, "প্রত্যেকেরই কি ফোস্কা পড়েছে?" সেখানে উপস্থিত একমাত্র মহিলা জানান, "আমার তো পড়েনি।" রাহুলও ফোস্কা পড়েনি বলে জানান।


কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 'ভারত জোড়ো যাত্রা'-র ৩ হাজার ৫৭০ কিলোমিটারের মধ্যে গতকালই ১০০০ কিলোমিটার অতিক্রম হয়ে গেছে। এই কর্মসূচিতে রাহুলের ফিটনেস এবং মানুষের সঙ্গে তাঁর কথোপকথন সবথেকে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। কোনও কোনও ভিডিওয় দলীয় কর্মীদের ব্যান্ডেজ পায়ে দেখা গেছে। কেউ কেউ এই পদযাত্রা চলাকালীন সেরা মুহূর্তের কথাও জানাচ্ছেন। তাঁদের মতে, "আমরা এত রকমের সংস্কৃতি দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় থামছি এবং চা-বিক্রেতাদের সঙ্গে কথা বলছি। এত কিছু জানা যাচ্ছে ।"


কিন্তু, ২০ কিলোমিটারের বেশি কেন হাঁটা হচ্ছে না ? এই প্রশ্নের উত্তরে রাহুল জানান, যাতে গরমটা লেগে না যায়।


এই সময় এক যাত্রী রাহুলের কাছে জানতে চান, "সন্ধে সাড়ে ৭টা থেকে পরের দিন সকাল সাড়ে ৬টা পর্যন্ত হল্ট টাইমে তিনি কী করেন ?  রাহুল জানান, অল্প একটু শরীর চর্চা করি। পড়ি। মা-কে ফোন করি, উনি কী করছেন জানি। বোনকে ফোন করি এবং কিছু বন্ধুকে।


সেই সময় অল্পবয়সি এক মহিলা জানতে চান, "আপনি কোন সানস্ক্রিন ব্যবহার করেন।" উত্তরে রাহুল জানান, "আমি কোনও সানস্ক্রিন ব্যবহার করি না। যদিও মা কিছু পাঠিয়ে দিয়েছেন। কিন্তু, আমি তা ব্যবহার করছি না।"  


আরও পড়ুন ; 'এখন হিমাচল, গুজরাতে যান', রাহুলকে পরামর্শ কংগ্রেস সাংসদের