নয়াদিল্লি: উত্তরপ্রদেশের লখিমপুর খেরি, ছত্তীসগঢ়ের যশপুরের পর এবার মধ্যপ্রদেশের ভোপাল। বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গতিতে ঢুকে পড়ল গাড়ি। পুলিশ সূত্রে খবর, বাজারিয়া এলাকায় এই ঘটনায় গাড়ির ধাক্কায় এক শিশু-সহ ৩ জন গুরুতর জখম হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে গাড়িচালককে চিহ্নিত করার চেষ্টা চলছে। কয়েক দিন আগে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের জমায়েতের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ও তাঁর দলবলের বিরুদ্ধে। ওই ঘটনায় চারজন কৃষকের মৃত্যু হয়। দশমীর দিন ছত্তীসগঢ়ের যশপুরে শোভাযাত্রায় বেপরোয়া গাড়ি পিষে দেয় বেশ কয়েকজনকে। মৃত্যু হয় একজনের।
উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের কনভয়ে চার কৃষকের মৃত্যুর অভিযোগ ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। সেই বিতর্কের মধ্যেই এবার ধর্মীয় মিছিলে লোকজনকে ধাক্কা মেরে ছুটল গাড়ি। এর আগে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থেকেছে ছত্তীসগঢ়ের যশপুর জেলার পাথালগাঁওয়ে। দুর্গা প্রতিমা বিসর্জনের মিছিলে একের পর এক ব্যক্তিকে দুরন্ত গতিতে ধাক্কা মারে ছোটে গাড়ি। স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিক সূত্রে খবর, বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১৬ জন। পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় বাবলু বিশ্বকর্মা এবং শিশুপাল সাহু নামে মধ্যপ্রদেশের দুই বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় দুঃখপ্রকাশ করে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মৃতের পরিবারের জন্য ৫০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুন: Kerala: প্রবল বর্ষণে বিধ্বস্ত কেরল, মৃত ৮, নিখোঁজ বেশ কয়েকজন
চলতি মাসেই উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষক সহ ৮ জনকে গাড়িতে পিষে ও গুলি চালিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। এদিকে লখিমপুরকাণ্ডে মন্ত্রী-পুত্র আশিস মিশ্রর জামিন আর্জি খারিজ করেছে আদালত। এই মামলাতেই আশিসের বন্ধু অঙ্কিত-সহ আরও ২ জনকে আজ গ্রেফতার করেছে পুলিশ। এই ইস্যুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ইস্তফা ও সুপ্রিম কোর্টের ২ বিচারপতিকে দিয়ে তদন্তের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হয় কংগ্রেস।
আরও পড়ুন: Amit Shah on Netaji : নেতাজির যতটা গুরুত্ব পাওয়ার প্রয়োজন ছিল তা তিনি পাননি : অমিত শাহ