পটনা: বিহারে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা ! দানাপুরের পিপাপুলে ব্রিজের রেলিং ভেঙে গঙ্গায় পড়ে গেল একটি জিপ ৷ গাড়িটিতে অন্তত ১৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে ৷ বাকি যাত্রীদের খোঁজ এখনও মেলেনি ৷ 





এদিন সকালে নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি ব্রিজের রেলিং ভেঙে নীচে পড়ে যায় গঙ্গায় ৷ নিখোঁজ যাত্রীদের খোঁজে প্রথমে তল্লাশি শুরু করেন স্থানীয় বাসিন্দারাই ৷ ব্রিজের উপর ভিড় জমে যায় ৷ এমনটাও জানা যাচ্ছে যে পিপা ব্রিজের নির্মানকাজেই কোনও গলদ রয়েছে ৷ যে সংস্থা এই ব্রিজ তৈরির দায়িত্বে ছিল, তাদের নকশাতেই সমস্যা রয়েছে ৷ এমনটাই দাবি স্থানীয়দের ৷ ব্রিজে উঠলেই অধিকাংশ সময়ে গাড়ির চাকা পিছলে যায় বলে অভিযোগ ৷ দুর্ঘটনার পর তাই স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷


জিপের মধ্যে যে যাত্রীরা ছিলেন, তাঁরা প্রত্যেকেই অকিলপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ নিখোঁজ হওয়া যাত্রীদের মধ্যে কয়েকজনের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা গিয়েছে, তাঁরা হলেন রমাকান্ত সিংহ, গীতা দেবী, অরবিন্দ সিংহ এবং সরোজ দেবী ৷ জেসিবির সাহায্যে জল থেকে গাড়িটিকে তুলে আনা হয় ৷ দুর্ঘটনাস্থলে এনডিআরএফের সঙ্গে উদ্ধারকাজে নামেন স্থানীয় বাসিন্দারাও ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দানাপুরের বিধায়ক রীতলাল যাদব ৷ একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন যাত্রীরা ৷ পিপাপুলের এই ব্রিজে আসতেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৷ জিপটির ছাদেও কয়েকজন যাত্রী বসেছিলেন বলে জানা গিয়েছে ৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারাতেই তাঁরা কোনও মতে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যান ৷ বাকিরা তলিয়ে যান গঙ্গার জলে ৷