নয়াদিল্লি: দেশ জুড়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ (COVID Cases)। তার মধ্যে ওমিক্রন (COVID Variant Omicron) ঘিরে উদ্বেগও রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি দফতরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা (Biometric Attendance) সাসপেন্ড করল কেন্দ্রীয় সরকার। কোভিড বিধিনিষেধের মধ্যে সোমবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ (Jitendra Singh)।  


এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র বলেন, “কোভিড-১৯ সংক্রমণ যে ভাবে বেড়ে চলেছে, তাতে এই মুহূর্ত থেকে সরকারি আধিকারিক এবং কর্মীদের বায়োমেট্রিক হাজিরা সাসপেন্ড করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই নিয়মই বহাল থাকবে।”


উৎসবের মরসুম থেকে যে ভাবে দেশে দৈনিক সংক্রমণ বেড়ে চলেছে, তাতে সরকারি দফতরের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। আন্ডার সেক্রেটারির চেয়ে নিম্নস্তরের কর্মীদের জন্য দফতরে সশরীরে হাজিরা ৫০ শতাংশে কমিয়ে আনা হয়েছে।


আরও পড়ুন: Covid-19 : কলকাতায় স্বাস্থ্য-সঙ্কট ? কোন হাসপাতালে কতজন চিকিৎসক করোনা সংক্রমিত ?


এ ছাড়াও, ভিন্ন ভাবে সক্ষম এবং গর্ভবতী সরকারি কর্মীদের দফতরে না আসার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কনটেনমেন্ট জোনে বাড়ি হলে, সেখানে কর্মরত আধিকারিক এবং কর্মীদেরও দফতরে না আসার ছাড় দেওয়া হয়েছে।


এর পাশাপাশি, সমস্ত সরকারি এবং বেসরকারি ল্যাবগুলির পরিকাঠামো মজবুত করে তোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে, এই মুহূর্তে দেশে ২০১৪টি আরটি-পিসিআর ল্যাব, ৯৪১ ট্রুন্যাট এবং ৩০টি অন্য ল্যাব রয়েছে। রয়েছে আরটি-পিসিআর টেস্ট কিট নির্মাতা ২০০টি সংস্থা, ৫৩টি র‍্যাপিড অ্যান্টিজেন কিট তৈরির সংস্থা।খুব শীঘ্র সাতটি হোম টেস্টিং কিট নির্মাণকারী সংস্থাও সাহায্যে এগিয়ে আসবে বলে জানিয়েছে কেন্দ্র।


বড়দিন এবং বর্ষবরণের পর থেকেই দেশের সর্বত্র করোনা সংক্রমণ ঊর্ধমুখী। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এমন পরিস্থিতিতে বিধিনিষেধে জোর দিচ্ছে কেন্দ্র এবং রাজ্য, উভয় পক্ষই। বাংলা-সহ একাধিক রাজ্যে ইতিমধ্যেই আংশিক কড়াকড়ি চালু হয়েছে।