BJP MP Kaushal Kishore: বিজেপি সাংসদের ছেলেকে গুলি শ্যালকের, 'ওর কথায় করেছি', দাবি ধৃতের

প্রথমে দাবি করা হয়েছিল, বাইকে করে এসে বিজেপি সাংসদের ৩০ বছরের ছেলে আয়ুষকে গুলি করে পালিয়ে যায় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী

Continues below advertisement

লখনউ: লখনউয়ের মোহনলালগঞ্জে গুলিবদ্ধ বিজেপি সাংসদের ছেলে। মোহনলালগঞ্জের সাংসদ কৌশল কিশোরের ছেলে গুলিবদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ট্রমা সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়।

Continues below advertisement

ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটেছে লখনউয়ের মড়িয়াব থানা এলাকায়। তদন্ত শুরু করে পুলিশ। তাঁর বুকে গুলি লেগেছিল। 

প্রথমে দাবি করা হয়েছিল, বাইকে করে এসে বিজেপি সাংসদের ৩০ বছরের ছেলে আয়ুষকে গুলি করে পালিয়ে যায় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। 

 

 

কিন্তু, পরে, পুলিশি তদন্তে উঠে আসে  এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, সন্দেহ হওয়ায় শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। 

আর তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, আয়ুষ নিজে তাঁক শ্যলককে বলে তাঁকে গুলি করতে। 

পুলিশের দাবি, আয়ুষের শ্যালক আদর্শ স্বীকার করেন, তিনি সামনে থেকে বুকে গুলি করেন। তাঁকে এমনটা করতে বলেছিল আয়ুষই।

Continues below advertisement
Sponsored Links by Taboola