ভোপাল: ফুসফুসের ক্যানসার (Lung Cancer) থেকে নোভেল করোনাভাইরাস (Novel Cancer), গোমূত্রে (Cow Urine) সব জব্দ বলে দাবি করেছিলেন তিনি। এ বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিজেপি (BJP) সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর (Sadhvi Pragya)। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। গত দু’দিনে তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছেন ভোপালের সাংসদ প্রজ্ঞা।


রবিবার রাতে করোনায় সংক্রমিত হয়েছেন বলে টুইটারে জানান প্রজ্ঞা। তিনি লেখেন, ‘আজ আমার করোনা রিপোর্ট পজিটিভ (COVID Positive) এসেছে। চিকিৎসকদর তত্ত্বাবধানে রয়েছি আমি। গত দু’দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, সতর্ক হোন। প্রয়োজনে করিয়ে নিন করোনা পরীক্ষা। আপনাদের জন্য দুশ্চিন্তা হচ্ছে। প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন।’



আরও পড়ুন: Union Budget 2022: কোভিডের ক্ষতি ভুলতে চাইছে স্টার্টআপ, বাজেট থেকে কী চাইছে ইভি সেক্টর ?


গত বছর করোনাভাইরাস নিরাময়ের উপায় নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন প্রজ্ঞা। তাঁর দাবি ছিল, নিয়মিত গোমূত্রের নির্যাস পান করলে ফুসফুসের ক্যানসার থেকে করোনা শরীরে থাবা বসাতে পারে না। সেই সময় প্রজ্ঞা বলেন, ‘‘দেশি গরুর মূত্রের নির্যাস ফুসফুসের সংক্রমণ থেকে রক্ষা করে। আমার শরীরে অনেক সমস্যা রয়েছে। প্রতিদিন গোমূত্রের নির্যাস পান করি আমি। এর বাইরে করোনা থেকে রক্ষা পেতে অন্য ওষুধ খাওয়ার প্রয়োন নেই আমার। করোনার প্রকোপ পড়বে না আমার উপর।’’


বরাবরই গোমূত্রে রোগ তাড়ানোর টোটকা দিয়ে এসেছেন প্রজ্ঞা। ২০১৯ সালে গোমূত্রের কার্যকারিতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি দাবি করেন যে, গোমূত্র পান করেই ক্যানসারকে হার মানিয়েছেন তিনি। মালেগাওঁ বিস্ফোরণে অভিযুক্ত বিজেপি নেত্রী প্রজ্ঞা স্তন ক্যানসারের ভুগেছেন দীর্ঘদিন। গোমূত্রই তাঁকে ক্যানসারকে হারাতে সাহায্য করে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য ছিল, ‘আমি ক্যানসারের রোগী ছিলাম। কিন্তু নিজেই রোগ সারিয়েছি আমি। গোমূত্রের সঙ্গে পঞ্চগব্য মিশিয়ে পান করেই রোগ সেরেছে।’’