নয়াদিল্লি: ২০২৪-এর সেমিফাইনালে পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যেই ভোটে একক বৃহত্তম দল বিজেপি। উত্সবে পদ্ম সমর্থকরা। বিকেলে বিজেপির সদর দফতরে যেতে পারেন মোদি (Narendra Modi)।
আজ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা। গোটা দেশের নজর উত্তরপ্রদেশের (UP Elections 2022 Results) দিকে। উত্তরপ্রদেশে মোট বিধানসভা আসন ৪০৩। ভোট হয়েছে ৭ দফায়। উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়। ২৬০টি আসনে এগিয়ে বিজেপি। সমাজবাদী পার্টি ১২০টি আসনে এগিয়ে। উত্তরপ্রদেশে ম্যাজিক ফিগার ২০২। হাথরস ও লখিমপুর খেরিতে এগিয়ে বিজেপি (BJP)। গোরক্ষপুর সদর আসনে যোগী আদিত্যনাথ ও কারহাল আসনে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের পাশাপাশি আজ ভোটের ফল ঘোষণা হবে উত্তরাখন্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরে। এর মধ্যে গোয়ায় এই প্রথমবার ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় বিধানসভা আসন ৪০টি। ৭০ আসনের উত্তরাখণ্ডে ভোটের আগে বেশ কয়েকজন মন্ত্রী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। শিরোমণি অকালি দল, কংগ্রেস, বিজেপির পাশাপাশি এখানে লড়াই করছে আম আদমি পার্টি। ৬০ আসনের মণিপুর বিধানসভায় লড়াই মূলত কংগ্রেস ও বিজেপির।
সাম্প্রতিক ট্রেন্ড অনুযায়ী,
উত্তরপ্রদেশ
- বিজেপি ২৬৭
- এসপি ১২৫
- বিএসপি ৪
- কংগ্রেস ৪
- অন্যান্য ৩
উত্তরাখণ্ড
- বিজেপি ৪৫
- কংগ্রেস ২২
- আপ ০
- বিএসপি ০
- অন্যান্য ৩
গোয়া
- বিজেপি ১৮
- কংগ্রেস ১১
- তৃণমূল ৫
- আপ ২
- অন্যান্য ৪
মণিপুর
- বিজেপি ২৫
- কংগ্রেস ১২
- এনপিপি ১০
- এনপিএফ ৬
- অন্যান্য ৭
পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। সেখানে আম আদমি পার্টির জয়জয়কার। আপ একাই পেয়েছে ৯০টি আসন। ম্যাজিক ফিগার ৫৯। কংগ্রেস ১৫, শিরোমণি অকালি দল ৮, বিজেপি ৩টি আসনে এগিয়ে রয়েছে। চমকৌর সাহিব ও ভাদৌর এই দুটি কেন্দ্রেই পিছিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, অমৃতসর পূর্ব কেন্দ্রে পিছিয়ে নভজ্যোৎ সিং সিধু। প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পিছিয়ে পাটিয়ালা কেন্দ্রে।