SBI YONO Train Ticket Booking : উত্সবের মরসুমে ভারতীয় রেলে ভ্রমণের পরিকল্পনা করলে এটাই হতে পারে দারুণ সময়। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার এখন দিন শেষ। SBI-এর YONO অ্যাপ থেকে সস্তায় ট্রেনের টিকিট বুক করতে পারবেন সহজেই। যেখানে পাবেন আরও সস্তায় টিকিট।


SBI YONO 2.0: পেমেন্ট গেটওয়ে ফি নেই
SBI তাদের গ্রাহকদের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে ব্যাঙ্ক জানিয়েছে, আপনি YONO অ্যাপের মাধ্যমে রেলের টিকিট বুক করে সস্তায় টিকিট পেতে পারেন। এই বিজ্ঞপ্তি অনুসারে, যেসব গ্রাহকরা SBI YONO অ্যাপের মাধ্যমে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) সাইটে ট্রেনের টিকিট বুক করেন, তাদের কোনও পেমেন্ট গেটওয়ে চার্জ লাগবে না। SBI বলেছে যে YONO অ্যাপের মাধ্যমে টিকিট কেনার ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে ফি মওকুফ করা হবে।


SBI YONO App: কোম্পানি ৩০ টাকা ফি ধার্য করছে
IRCTC ওয়েবসাইটে ট্রেনের টিকিট বুক করার জন্য বিভিন্ন পেমেন্ট গেটওয়ে কোম্পানি আপনাকে ৩০ টাকা পর্যন্ত চার্জ করছে। আপনি যদি SBI-এর YONO অ্যাপের মাধ্যমে এই টিকিট কেনেন, তাহলে এই ফি লাগবে না। 


SBI YONO 2.0 অ্যাপ চালু হয়েছে
SBI তার গ্রাহকদের একটি একক অ্যাপে সব ব্যাঙ্কিং ও লেনদেনের সুবিধার জন্য YONO অ্যাপ চালু করেছে। এটি প্রথম ২০১৭ সালে লঞ্চ করা হয়েছিল। পরে এই অ্যাপে আরও কিছু বৈশিষ্ট্য যুক্ত করে YONO 2.0 অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে ঋণের আবেদন, অর্থ লেনদেন ও চেকবুক বা কার্ড সংক্রান্ত পরিষেবা পাওয়া যাবে।


SBI YONO App: টিকিট বুক করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন
প্রথমে SBI YONO অ্যাপ খুলুন ও বুক অ্যান্ড অর্ডার বিভাগে যান।
এতে আপনি IRCTC-র আইকন দেখতে পাবেন।
এতে ক্লিক করলে IRCTC-এর লগইন পেজ খুলবে।
এবার এতে তৈরি আপনার আইডি দিয়ে লগ ইন করুন ও টিকিট বুক করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করুন।
এর পরে আপনি পেমেন্ট পেজে যাবেন ও আপনার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ পূরণ করে টাকা জমা দিন।
অ্যাপে টিকিটের জন্য অর্থ দেওয়ার সময় আপনি দেখতে পাবেন SBI আপনার থেকে পেমেন্ট গেটওয়ে চার্জ নিচ্ছে না।


আরও পড়ুন : Telecom Bill 2022: গোপন রাখা যাবে না পরিচয়, ফোন এলেই জানতে পারবেন অপর প্রান্তে কে, আসছে নতুন বিল