ITBP Recruitment 2022: ইন্দো তিব্বত বর্ডার পুলিশ, আইটিবিপি সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদের জন্য আবেদনের দিন বাড়িয়েছে। কোনও কারণে এই পদে আবেদন না করলে এখন চাকরিপ্রার্থীদের জন্য তৈরি হয়েছে সুবর্ণ সুযোগ।  


Jobs In ITBP: আবেদনের শেষ তারিখ 
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন করতে চাইলে অফিশিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in এ গিয়ে আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়ার আওতায় মোট ১৮টি পদে নিয়োগ করা হয়েছে। এর আগে এসব পদে আবেদনের শেষ তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর। এখন তা বাড়িয়ে ২৯ সেপ্টেম্বর করা হয়েছে।


ITBP Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা সমমানের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।  এ ছাড়াও জেনারেল নার্সিং ও মিডওয়াইফারির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের।


Jobs In ITBP: চাকরিপ্রার্থীদের বয়সসীমা
এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ২১ বছর ও সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে।


ITBP Recruitment 2022: এখানে আবেদনেপ ফি দেখুন
এই পদে চাকরিপ্রার্থীদের আবেদন ফি হিসাবে ২০০ টাকা দিতে হবে।  প্রাক্তন সৈনিক SC, ST ও  মহিলা প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি ধরা হয়নি।


Jobs In ITBP: কীভাবে আবেদন করতে হয় তা জানুন
১ অফিশিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in -এ যান।
২ হোম পেজে দেওয়া NEW USER Registration-এ ক্লিক করুন।
৩ আপনার মেইল ​​আইডি প্রবেশ করে এখানে নিবন্ধন করুন.
৪ আবেদন প্রক্রিয়া শুরু করুন।
৫ বিস্তারিত ও নথি আপলোড করুন।
৬ সব হয়ে গেলে তা জমা দিন।


State Bank of India: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।  আপনি যদি এই পদে আবেদনের জন্য আগ্রহী হন তাহলে State Bank of India (SBI) এই নিয়োগ সংক্রান্ত অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।


SBI Jobs: গুরুত্বপূর্ণ তারিখ 
এই পদে আবেদনের জন্য আগ্রহীদের ২২ সেপ্টেম্বর থেকে আবেদন করতে হবে। প্রবেশনারি অফিসার পদে আবেনের ক্ষেত্রে শেষ তারিখ ১২ অক্টোবর রাখা হয়েছে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে।


আরও পড়ুন :  SBI Jobs: স্টেট ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, এইভাবে করুন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI