নয়াদিল্লি : দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড়। হ্যাশট্যাগ ট্রেন্ডিং #boycottkfc। তারপরই #boycotthyundai। কী এমন করল এই দুই সংস্থা ? সোশ্যাল মিডিয়ায় এমন ঝড় উঠল যে ধাক্কা সামলাতে ক্ষমা চাইল দুই সংস্থা। ট্যুইট করে কেএফসিকে লিখতে হল, আমরা ভারতকে সম্মান করি ! কেন উঠল অসম্মানের প্রশ্ন ? 


 ৫ ফেব্রুয়ারি 'কাশ্মীর সংহতি দিবস' (Kashmir Solidarity Day) পালন করে পাকিস্তান। সেইদিনই কেএফসির পাক-শাখা তাদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পাকিস্তানের তরফে কাশ্মীরিদের প্রতি বলে হয়, তুমি কখনও আমাদের ভাবনা ছেড়ে যাওনি ! সেই পোস্টে আবার লাল রং দিয়ে লেখা ছিল, কাশ্মীর, কাশ্মীরিদের জন্য। অর্থাৎ তা প্রত্যক্ষভাবে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন করা, যা ভারতবিরোধী। 

সেই পোস্টই 
KFC পাকিস্তানের ফেসবুক পেজ থেকে ভাইরাল হয়ে যায় স্ক্রিনশট করে।  তা নিয়েই বিতর্কের ঝড় ওঠে।






কেএফসি এবং পিৎজা হাট উভয়ই ইউএস-ভিত্তিক ইয়ামের সহযোগী সংস্থা! পিৎজা হাটও পরিস্থিতি সামলাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেয়। কেএফসি লেখে, "দেশের বাইরে কিছু কেএফসির শাখার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি পোস্টের জন্য আমরা গভীরভাবে ক্ষমাপ্রার্থী। আমরা ভারতকে সম্মান করি । গর্বের সঙ্গে সমস্ত ভারতীয়দের সেবা করার জন্য আমাদের প্রতিশ্রুতিতে অবিচল " ।


 


একইভাবে হুন্ডাই (Hyundai) এর পাকিস্তান শাখাও সেদিন  কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পক্ষে একটি পোস্ট করে। তারপর  #boycotthyundai ট্রেন্ড করতে শুরু হয় টুইটারে। তারপর হুন্ডাই ভারতের পক্ষ থেকে তারা এই ধরনের দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা করে।  


পিৎজা হাটও একটি বিবৃতিতে লেখে, "সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ওই পোস্টের বিষয়বস্তুকে তারা সমর্থন করে না, সম্মত হয় না। আমরা আমাদের সব ভাই-বোনদের গর্বের সঙ্গে পরিষেবা দিতে বদ্ধপরিকর"