নয়াদিল্লি: ঘুষ নেওয়ার অভিযোগ এক চা বিক্রেতাকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা  সিবিআই। এই চা-বিক্রেতার মাধ্যমে দিল্লি পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ঘুষ নিচ্ছিলেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।  সিবিআই অভিযুক্ত পুলিশ অফিসার ও চা-বিক্রেতাকে গ্রেফতার করেছে। দুই অভিযুক্তকেই বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছে। জানা গেছে, থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অভিযুক্তদের গ্রেফতার না করতে ওই এএসআই চা-বিক্রেতার মাধ্যমে ঘুষ নিচ্ছিলেন বলে অভিযোগ। 


সিবিআইয়ের মুখপাত্র আরসি জোশীর বক্তব্য অনুসারে, যে ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন দিল্লির সুলতানপুরী থানায় মোতায়েন এক এএসআই কুলদীপ সিংহ ও থানার সামনে চা-বিক্রেতা ভগত লাল। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার কাছে অভিযোগকারী জানিয়েছিলেন যে, তাঁর ভাই ও ভাইপোর বিরুদ্ধে সুলতানপুরী থানায় আলাদা আলাদা অভিযোগ দায়ের হয়েছিল। এই মামলায় দুজনকে গ্রেফতার না করার জন্য তদন্তের ভারপ্রাপ্ক এএসআই ঘুষ হিসেবে ৪০ হাজার টাকা চেয়েছিলেন। 


অভিযোগ অনুযায়ী, এএসআই অভিযোগকারীকে থানার সামনে থাকা চা বিক্রেতা ভগত লালকে ঘুষের অর্থ দিতে বলেছিলেন। অভিযোগের ভিত্তিতে সিবিআই প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের পক্ষে তথ্য মেলায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। 


এরপর পুলিশ ঘুষ নেওয়ার সময় চা বিক্রেতা ও অভিযুক্ত এএসআই-দুজনকেই গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পর দুই অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানো হয়। সিবিআই সূত্র অনুসারে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। 


উল্লেখ্য, অভিযুক্তদের ধরতে ফাঁদ পাতেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। সেই ফাঁদেই পা দেন অভিযুক্তরা। অভিযুক্ত চা বিক্রেতা ঘুষ বাবদ অভিযোগকারীর কাছ থেকে ২০ হাজার টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। 


সিবিআই জানিয়েছেন, ধৃত চা বিক্রেতা ও পুলিশের এএসআই উভয়কে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে এবং এই ঘটনায় বিস্তারিত তদন্ত করে দেখা হবে। আপাতত ঘুষ নেওয়ার অভিযোগ শ্রীঘরে পুলিশ আধিকারিক।