নয়াদিল্লি:  প্রয়াত  চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াতের ভাই তথা অবসরপ্রাপ্ত সেনা কর্নেল বিজয় রাওয়াত বুধবার বিজেপিতে যোগ দিলেন। রাজধানীতে বিজেপি সদর দফতরে এসে তিনি দলে যোগ দিলেন। বিজেপিতে যোগ দানের পর বিজয় রাওয়াত বলেছেন, বিজেপিতে সামিল হওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। অবসর গ্রহণের পর আমার বাবাও বিজেপিতে ছিলাম। এখনও আমিও সুযোগ পেলাম। 
বিজয় রাওয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদির দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা খুবই জ্ঞানসমৃদ্ধ ও দূরদর্শী। 


বিজেপিতে যোগ দানের আগে এই অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামির সঙ্গেও দেখা করেন। উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের ভাই। 


বিজয় রাওয়াতের সঙ্গে সাক্ষাতের পর ধামি ট্যুইট করেন। তিনি বিজয় রাওয়াতের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন। ধামি ট্যুইটে লেখেন, আজ দিল্লিতে আমি দেশের প্রয়াত সিডিএসে তথা উত্তরাখণ্ডের গর্ব শ্রী বিপিন রাওয়াতের ভাই কর্নেল বিজয় রাওয়াতের সঙ্গে দেখা করলাম। বিপিন রাওয়াত ও তাঁর পরিবার যেভাবে দেশের সেবা করেছেন, সেজন্য কুর্ণিস জানাই। আমাদের স্বপ্ন অনুযায়ী উত্তরাখণ্ডকে গড়ে তুলতে আমি সর্বদা সচেষ্ট। 


এর আগে সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে বিজয় রাওয়াত জানান, তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গী পছন্দ করেন। কারণ, জেনারেল রাওয়াত যেভাবে ভাবতেন, তা এক্ষেত্রে মিলে যায়।  তিনি উত্তরাখণ্ডের মানুষের সেবা করতে চান বলেও জানান বিজয় রাওয়াত। 


এদিন বিজয় রাওয়াত পুষ্কর ধামি সহ বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতার উপস্থিতিতে দলে যোগ দিয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেছেন, আজ বিজেপিতে যোগ দিলেন কর্নেল বিজয় রাওয়াত। জাতীয়তাবাদী আদর্শ ও প্রধানমন্ত্রীর কার্যাবলিতে প্রভাবিত হয়ে তিনি বিজেপির সদস্য হলেন। তিনি আসায় বিজেপি শক্তিশালী হবে। 


উল্লেখ্য,   ৭০ আসন বিশিষ্ট উত্তরাখণ্ডে আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে।