নয়াদিল্লি: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। দিল্লির আবগারি নীতি-দুর্নীতির অভিযোগে মণীশ-সহ ১৩ জনের নামে এই সার্কুলার জারি হয়েছে (Lookout Circular)। লুক আউট সার্কুলার অনুযায়ী, মণীশ-সহ অভিযুক্তরা বিদেশে যেতে পারবেন না। তাতে পাল্টা প্রধানমন্ত্রীকে (Narendra Modi) নিশানা করে ট্যুইট করেছেন মণীশ। জানিয়েছেন, তিনি দিল্লিতেই রয়েছেন। লুকাউড সার্কুলার জারি করে এ কেমন নাটক, প্রশ্ন তাঁর।
মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে লুকআউট সার্কুলার সিবিআই-এর
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ। তার পাশাপাশি আবগারি দফতরের অতিরিক্ত দায়িত্বও সামলান। মদের উপর শুল্ক নীতি-দুর্নীতি নিয়ে বিরুদ্ধে সম্প্রতি তল্লাশি অভিযানে নামে সিবিআই। শুক্রবার মণীশের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানো হয় সাত রাজ্যের আরও ৩১ জায়গায়। সিবিআই-এর দায়ের করা এফআইআর-এ অভিযুক্তদের তালিকায় একেবারে শীর্ষে নাম রয়েছে মণীশের। ১১ পাতার রিপোর্টে দুর্নীতি, অপরাধমূলক ষড়য়ন্ত্র এবং ভুয়ো নথি তৈরির অভিযোগ আনা হয়েছে।
তার পরই রবিবার মণীশের বিরুদ্ধে জারি করা হয় লুক আউট সার্কুলার। লুক আউট সার্কুলার জারির অর্থ, অভিযুক্ত ব্যক্তি দেশের বাইরে যেতে পারবেন না। কোথাও কোনও নিয়ম লঙ্ঘন চোখে পড়লে তাঁকে আটক করা হবে সঙ্গে সঙ্গে।
আরও পড়ুন: Supreme Court: আম্বানিদের চিড়িয়াখানায় নিয়ম লঙ্ঘন! জনস্বার্থ মামলা গ্রহণ করল না সুপ্রিম কোর্ট
তাতেই কেন্দ্রকে একহাত নেন মণীশ। ট্যুইটারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন তিনি। লেখেন, 'আপনার সমস্ত অভিযান ব্যর্থ হয়েছে। কিছু পাওয়া যায়নি। এক পয়সার হেরফের ধরা পড়েনি। এখন আবার লুক আউট সার্কুলার জারি করা হয়েছে যে, মণীশ সিসোদিয়াকে পাওয়া যাচ্ছে না। এটা কেমন নাটক মোদিজি? আমি তো প্রকাশ্যে দিল্লিতে ঘুরে বেড়াচ্ছি। বলুন, কোথায় আসতে হবে? আপনি আমাকে খুঁজে পাচ্ছেন না?'
সিবিআই-এর দাবি, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সিসোদিয়া এবং দিল্লি সরকারের অভিযুক্ত আধিকারিকরা আবগারি নীতি ২০২১-'২২ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছেন। টেন্ডার পেয়ে যাওয়ার পর অন্যায় ভাবে কিছু লোককে সুবিধা পাইয়ে দেওয়াই লক্ষ্য ছিল তাঁদের।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সিসোদিয়া এবং দিল্লি সরকার। আমেরিকার প্রথম সারির দৈনিকে দিল্লির আম আদমি পার্টি সরকারের শিক্ষা এবং স্বাস্থ্য নীতি প্রশংসিত হওয়ার পর, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদির নির্দেশে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেন্দ্রীয় সংস্থাকে কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন সিসোদিয়া। বাড়িতে ডেকে বিজেপি-র হাই কম্যান্ড সিবিআই-কে নির্দেশ দেয় বলেও দাবি করেন তিনি।
সিবিআই-কে ব্যবহার করছে বিজেপি, অভিযোগ আপের
সিসোদিয়া আরও জানান, ২০২৪-এর বিধানসভা নির্বাচনে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে মোদির প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখছে বিজেপি। তার জন্যই এ ভাবে কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থা করা হচ্ছে তাঁদের।