নয়াদিল্লি: বিতর্কের মুখে দশমের ইংরেজির বিতর্কিত প্রশ্ন প্রত্যাহার সিবিএসই-র (CBSE)। ইংরেজি প্রশ্ন ( English Question) নিয়ে বিতর্ক তৈরি হতেই এদিন বোর্ডে তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, "প্রশ্ন বোর্ডের গাইডলাইন (Guideline) মেনে হয়নি। পড়ুয়াদের দেওয়া হবে পুরো নম্বর।'' 


বিবৃতি দিয়ে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education) জানিয়েছে, গত ১১ ডিসেম্বর সিবিএসই দশম শ্রেণি প্রথম টার্মের ইংরেজি পরীক্ষা ছিল। ওই প্রশ্নপত্রের একটি অংশ বোর্ডের গাইডলাইন মেনে হয়নি। স্টেকহোল্ডারদের থেকে পাওয়া প্রতিক্রিয়া এবং বিশেষজ্ঞ কমিটির মতামত নিয়ে ওই প্রশ্ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশপাশি পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






উল্লেখ্য, সিবিএসই দশমের ইংরেজি প্রশ্নপত্রে বিতর্ক তৈরি হয়। ইংরেজি পরীক্ষায় নারীবিদ্বেষী প্রশ্নের অভিযোগ ওঠে। এই নিয়ে সংসদে নিন্দায় সরব হন সনিয়া গাঁধী (Sonai Gandhi)।  অবিলম্বে প্রশ্নপত্র প্রত্যাহারের দাবিও তোলেন তিনি। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi) ট্যুইটারে লেখেন, "যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করতে আরএসএস-বিজেপির চক্রান্ত'' 


প্রসঙ্গত, কিছুদিন আগেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার বিষয় প্রকাশ করে। দশম শ্রেণির জন্য ৭৫টি এবং দ্বাদশ শ্রেণির জন্য ১১৪টি বিষয় নির্ধারিত করা হয়েছে তাদের পক্ষ থেকে। পাশাপাশি তারা এটাও ঘোষণা করেছে যে, এই সংখ্যক বিষয় নিয়ে যদি পরীক্ষা হয়, তাহলে ৪৫ থেকে ৫০ দিন সময় লাগবে পরীক্ষা নিতে। তাই সিবিএসই তাদের অন্তর্ভুক্ত দেশের এবং বিদেশের স্কুলগুলিকে এই ডেটা শিট পাঠিয়েছে পরীক্ষার দিন ঠিক করে নেওয়ার জন্য।  


আরও পড়ুন: CBSE Registration 2021-22: নবম-একাদশে পড়ুয়াদের রেজিস্ট্রেশনের দিনক্ষণ জানাল সিবিএসই, রইল বিস্তারিত


Education Loan Information:

Calculate Education Loan EMI