Helicopter Crash:  গতকালই দেশ হারিয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে। তামিলনাড়ুর কুন্নুরে বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়েছিল। এই ঘটনায় জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। এদিন সংসদে এই দুঃখজনক ঘটনা সম্পর্কে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। লোকসভায় তিনি বলেছেন, ৮ ডিসেম্বর জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা ও সেনার আরও কয়েকজন আধিকারিকের মর্মান্তিক মৃত্যু সম্পর্কে অবগত করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।  চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ডিফেন্স সার্ভিসের ওয়েলিংটনের পড়ুয়াদের সঙ্গে কথোপকথনের জন্য নির্ধারিত সূচী অনুযায়ী সফর করছিলেন। বায়ুসেনার এমআই-১৭বি-৫ হেলিকপ্টারে বুধবার সকাল ১১ টা ৪৮ মিনিটে সুলুর এয়ারবেস থেকে রওনা দিয়েছিলেন তিনি। সোয়া বারোটা নাগাদ ওয়েলিংটনে কপ্টারের অবতরণের কথা ছিল। সুলুর এয়ার বেস ১২ টা ৮ মিনিট নাগাদ কপ্টারের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। 


এরপর স্থানীয়রা জঙ্গলে আগুন ধরে যেতে দেখতে পান। তাঁরা সেখানে পৌঁছলে দেখতে পান সামরিক হেলিকপ্টারে আগুন ধরে গিয়েছে। স্থানীয় প্রশাসনের এক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। তারা কপ্টার ভেঙে পড়ার জায়গায় আহতদের উদ্ধারের প্রচেষ্টা চালান। হেলিকপ্টার থেকে যাঁদের বের করা গিয়েছিল, তাঁদের সবাইকে ওয়েলিংটন মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়। যে তথ্য জানা গিয়েছে, তা অনুসারে, হেলিপক্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে।&nbsp





;


রাজনাথ বলেছেন, যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা, তাঁর নিরাপত্তা পরামর্শদাতা ব্রিগেডিয়ার এলএস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ, নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা ও হাবিলদার সতপাল। নিহতের দেহ আজ সন্ধেয় দিল্লি নিয়ে আসা হবে। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহর হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁর প্রাণরক্ষার সব ধরনের চেষ্টা করা হচ্ছে। জেনারেল বিপিন রাওয়াতের পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। সেনার অন্যান্য আধিকারিকদের শেষকৃত্যে পূর্ণ  সামরিক মর্যাদায় হবে।


প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরীকে দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বুধবারই ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্ঘটনার তদন্ত করবেন  এয়ার মার্শাল মানবেন্দ্র সিংহ। তদন্তকারী দল গতকালই কুন্নুরে পৌঁছে তাদের কাজ শুরু করে দিয়েছে।