কলকাতা: প্রতীক্ষার অবসান। প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির ফলাফল। বেলা ১২টা নাগাদ রেজাল্ট প্রকাশ করেছে বোর্ড।
দীর্ঘসময় ধরেই অধীর আগ্রহহে অপেক্ষা করছিলেন পড়ুয়ারা। অতিমারির জেরে সিবিএসই বোর্ড এই বছর সমস্ত পরীক্ষা বাতিল করেছে এবং অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করেছে।
সিবিএসই দশমে পাসের হার ৯৯.০৪ শতাংশ। এ বছর মোট ২১ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। কেরলের তিরুঅনন্তপুরমের ফল সবচেয়ে ভাল। তিরুঅনন্তপুরমে পাসের হার ৯৯.৯৯ শতাংশ
তবে, মোট ১৬ হাজার ৬৩৯ জনের ফলাফল অসম্পূর্ণ রয়েছে। সেই সকল রেজাল্টও খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে, জানিয়েছে সিবিএসই।
সিবিএসই জানিয়েছে, এ বছর ছেলেদের তুলনায় মেয়েরা ভাল ফল করেছে। মেয়েদের পাশের হার ৯৯.২৪ শতাংশ। ৯৯.৮৯ শতাংশ পাশের হার ছেলেদের। রূপান্তরকামী পড়ুয়াদের ১০০ শতাংশই উত্তীর্ণ হয়েছে। এ বছর অকৃতকার্য পড়ুয়াদের মার্কশিটে অনুত্তীর্ণ বা ‘ফেল’ কথাটির উল্লেখ থাকছে না। ইউনিট টেস্ট এবং আগের বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৮০ শতাংশ এবং প্র্যাক্টিক্যাল ও প্রজেক্টের ২০ শতাংশ মিলিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে।
এ বছর আরেকটি বিষয়ও জানান হয়েছে, মূল্যায়নে অসন্তুষ্ট হলে, cbse.nic.in ওয়েবসাইটে বিশেষ ভাবে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানাতে পারবে পরীক্ষার্থীরা।
কীভাবে দেখা যাবে রেজাল্ট?
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে ফল প্রকাশিত হবে। এছাড়াও cbseresults.nic.in এবং results.gov.in থেকে ফল দেখতে পাবেন পড়ুয়ারা। সিবিএসই-র সরকারি ওয়েবসাইট ছাড়াও umang.gov.in, DigiLocker app এবং DigiResults এও ফলাফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে সিবিএসই১০ টাইপ করে রোল নম্বর, স্কুল, সেন্টার উল্লেখ করে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
প্রসঙ্গত, ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী সিবিএসই দশমের ফলের অপেক্ষায়। এর আগে সিবিএসই-র পরীক্ষা বিষয়ক আধিকারিক শন্যম ভরদ্বাজ জানিয়েছিলেন, দশম শ্রেণির ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে। সেই দিন কিছুটা পিছিয়ে ৩ অগাস্ট প্রকাশিত হল এই রেজাল্ট।