নয়াদিল্লি: গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিদেশযাত্রায় খরচ হয়েছে ২৩৯ কোটির কিছু বেশি (Modi Foreign Trips)। সংসদের শীতকালীন অধিবেশেন এমনই হিসেব দিল কেন্দ্রীয় সরকা (Parliament Winter Session)। কেন্দ্র জানিয়েছে, মোদির বিদেশসফরে আন্তর্জাতিক মহলে সম্মান  বেড়েছে কেন্দ্রের। বিভিন্ন বিষয়ে ভারতের মতামতকে গুরুত্ব দিতে শুরু করেছে আন্তর্জাতিক মহল। 


বৃহস্পতিবার রাজ্যসভায় মোদির বিদেশযাত্রার খরতের খতিয়ান পেশ করে কেন্দ্র। বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানান, মোদির বিদেশযাত্রায় আঞ্চলিক থেকে বৈশ্বিক বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে ওয়াকিবহাল হতে পেরেছে বহির্বিশ্ব। অন্য রাষ্ট্রের তুলনায় গুরুত্ব বেড়েছে ভারতের। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর বিদেশ সফরে অন্য রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক যেমন মজবুত হয়েছে, তেমনই ভারতের যথেষ্ট প্রচারও হয়েছে।"


প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তোলেন বিরোধী শিবিরের প্রতিনিধিরা। গত পাঁচ বছরের হিসেব চান সরকারের কাছে। তাতেই এমন তথ্য প্রদান করে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী জানান, জাতীয় স্বার্থে এবং কূটনৈতিক স্বার্থেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক অপরাধ, সাইবার নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে বিশ্বমঞ্চে নিজের মতামত তুলে ধরতে পেরেছে ভারত।"


মোদির বিদেশ সফরের খতিয়ানে ২০১৭ সালের নভেম্বর মাসে ফিলিপিন্সে মোদির তিন যাত্রার উল্লেখ করেন মুরলীধরন। গত পাঁচ বছরে মোট ৩৬ বার মোদির বিদেশ সফরের গিয়েছেন বলে জানান। এর মধ্যে খরচের হিসেব দেওয়া হয় ৩১ সফরের, যার মধ্যে দুই বা ততোধিক দেশেই ন'বার গিয়েছেন মোদি।


কেন্দ্র জানিয়েছে, ২০২১-এর মার্চ মাসের বাংলাদেশ, ২০২১-এর সেপ্টেম্বর মাসের আমেরিকা, ২০২১ সালের অক্টোবর ও নভেম্বরের ব্রিটেন সফরের যাবতীয় খরচ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট থেকেই হয়েছে। এই তিন সফরে ঠিক কত খরচ হয়েছে, তা প্রকাশ করেনি কেন্দ্র। ২০১৯ সালের অগাস্ট মাসের ভুটান এবং এ বছর মে মাসের নেপাল সফরের খরচও প্রকাশ করা হয়নি। 


ওই পাঁচটি সফর বাদ দিলে, মোট ৩১ বার মোদির বিদেশ সফরে ২৩৯ কোটি ৪ লক্ষ ৮ হাজার ৬২৫ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এর মধ্যে আমেরিকা সফরেই সবচেয়ে বেশি খরচ হয়, ২৩ কোটি ২৭ লক্ষ ৯ হাজার টাকা। ২৩ লক্ষ ৮৬ হাজার ৫৩৬ কোটি টাকা খরচ হয় এ বছর সেপ্টেম্বরের জাপান খরচে, যা সবচেয়ে কম।