Hyundai i20-র পর ভারতে ফের N-Line আনার প্রস্তুতি নিচ্ছে হুন্ডাই মোটরস। শীঘ্রই তার পরবর্তী পণ্য লঞ্চ করতে চলেছে কোম্পানি। শোনা যাচ্ছে, ভেন্যু এন-লাইন হবে ভারতে হুন্ডাইয়ের আগামী এসইউভি। এটি ভেন্যুর একটি স্পোর্টি সংস্করণ হতে চলেছে। এর আগে i20 N-Line প্রমাণ করেছে, এটি কেবল গাড়িতে স্পোর্টি পেইন্ট জব দেয় না। ভিন্ন অ্যালোয়ের পাশাপাশি এই গাড়ি চালানোর অভিজ্ঞতাই আলাদা।


Hyundai Venue N-Line: কী ইঞ্জিন থাকতে পারে গাড়িতে ?
ভেন্যু এন-লাইনে উল্লেখযোগ্য পারফরম্যান্স ওরিয়েন্টেড আপগ্রেডের জন্য আমরা এতে একটি 1.0 টার্বো পেট্রলের সঙ্গে কেবল DCT ও iMT গিয়ারবক্স পেতে পারি। উভয় বিকল্পের সঙ্গেই এই গাড়ি পাওয়া যেতে পারে। স্ট্যান্ডার্ড ভেন্যু একটি 1.2 লিটার পেট্রল নিয়ে আসবে। এ ছাড়াও এই গাড়িতে পেট্রল ও 1.5 লিটার ডিজেল ইঞ্জিন পাবেন।


Hyundai Venue N-Line: কী নতুন থাকবে গাড়িতে ?
এন-লাইন ভেন্যুতে বিভিন্ন চাকা, নতুন ডিজাইনের উপাদান ও বিভিন্ন গিয়ার-নব বা i20 এন-লাইনের মতো আসনগুলিতে লাল সেলাই দেখতে পারেন। এন লাইনে গাড়ির ভিতরে আরও আক্রমণাত্মকভাবে স্টাইল করা হবে। এমনকী এর স্টিয়ারিং হুইল একটি স্পোর্টি টুইস্ট সহ নতুন চেহারা দিয়ে থাকে। এর একজস্ট নোট নতুন করে টিউন করা হবে। সাসপেনশনে পেতে পারেন পরিবর্তন। এন-লাইন রেঞ্জটি ভারতে সফল হয়েছে ইতিমধ্যেই। i20 N-লাইন বেশকিছু ক্রেতা খুঁজে পেয়েছে, যারা এই গাড়ির প্রশংসায় পঞ্চমুখ। মূলত, পারফরম্যান্সের উপর ভিত্তি করে একটি স্পোর্টি সাবকমপ্যাক্ট এসইউভি তৈরির জন্যই ভেন্যু এন-লাইনকে বেছে নেওয়া হয়েছে।




Hyundai Venue N-Line: কাদের জন্য এই গাড়ি ?
ভেন্যু এন-লাইনটি স্ট্যান্ডার্ড ভেন্যু-র উপরে রাখবে কোম্পানি। ভারতে ইতিমধ্য়েই ভেন্যুর ফেসলিফ্ট সংস্করণ আসার পর এর বিক্রি বেড়েছে। এই এসইউভি এন লাইন এলে স্বাভাবিকভাবে পারফরম্যান্স চায় এমন ক্রেতাদের আগ্রহ বাড়বে। তাই শীঘ্রই ভেন্যু এন লাইন আনার পরিকল্পনা করছে কোম্পানি। অটো ব্লগারদের মতে, ভারতের মতো দেশে কিছু নির্দিষ্ট ক্রেতার মধ্যেই এন লাইন নেওয়ার পরিকল্পনা থাকবে। কেবল গাড়ির রং ও বাহারি সৌন্দর্যের জন্য সবাই কয়েক লাখ টাকা বেশি খরচ করতে রাজি হবেন না। তবে ইঞ্জিনের টিউনিং বদলে গেলে গাড়ির পিকআপে পরির্তন আসবে। সেই ক্ষেত্রে পারফরম্যান্স চান এমন ক্রেতারাএই এন লাইনের দিকে ঝুঁকতে পারেন।


আরও পড়ুন : Narendra Modi's Car: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চড়েন এই গাড়িতে ? বিশ্বের সবথেকে নিরাপদ গাড়ির দাম কত জানেন ?