নয়াদিল্লি: তেলঙ্গনার এক জামাকাপড়ের দোকানের সিসিটিভি ফুটেজ। মাত্র সাত সেকেন্ডের ভিডিও। তার মধ্যেই যেন সবকিছু ওলট পালট হয়ে গেল।
একটি কাপড়ের দোকানের সিসিটিভি ফুটেজ। সাজানো গোছানো দোকান। থরে থরে সাজানো শাড়ি-জামা-থান। দোকানের ভিতর দিকে একজন মহিলা বসে রয়েছেন। বাইরে আরও তিনজন। দুই মহিলা বসে এবং এক ভদ্রলোক দাঁড়িয়ে। কোনও কথা বলছিলেন। ভিডিওর এক সেকেন্ডের মাথায় আচমকা ফ্রেমে আগমন হল একটি বাইকের। সেই সঙ্গে বাইক আরোহীও।
আরও পড়ুন: Anupam-Piya Divorce: বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন অনুপম রায়
ভিডিও দেখলে বোঝা যাচ্ছে, হঠাৎ বাইরে তাকিয়ে কোনও কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন দোকানের ভিতরের লোকজন। সঙ্গে সঙ্গে নিজেদের জায়গা ছেড়ে সরেও এলেন। আর প্রায় একই সময়ে সজোরে এসে দোকানে ঢুকে পড়ল একটি বাইক, চালক সমেত। কয়েক মুহূর্তের ঘটনা। বাইকটি সোজা চেয়ারগুলিতে ধাক্কা মেরে সেখানেই উল্টে পড়ে গেল। আর বাইক চালক? টাল সামলাতে না পেরে, বাইক থেকে ছিটকে দোকানের কিয়স্ক টপকে পোশাক রাখার আলমারিতে ধাক্কা লেগে ভিতরে পড়ে যান।
তেলঙ্গনার এক বস্ত্র বিপণীর এই ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এক নেটিজেনের মন্তব্য, 'এটা দেখে তো দুর্ঘটনা কম, স্টান্ট বেশি মনে হচ্ছে।' মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিও দেখে চক্ষু চড়কগাছ সকল নেটিজেনের। সৌভাগ্যবশত দোকানে যে ক্রেতারা উপস্থিত ছিলেন তাঁরা কেউই আহত হননি। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে তেলঙ্গনার খাম্মাম জেলার রাভিচেত্তু বাজারের। মোটরসাইকেলের ব্রেক ফেল হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়।