চেন্নাই: চেন্নাই (Chennai) সহ তামিলনাড়ুর (Tamilnadu) একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আর তাই লাল সতর্কতা (Red Alert) জারি করল আবহাওয়া দফতর (India Meteorological Department)। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পর্যন্ত তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।


দক্ষিণ-পূর্ব (South-East) এবং দক্ষিণ-পশ্চিম (South-West) বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপর নিম্নচাপের (Depression) জেরে চেন্নাই, কুদ্দালোর, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টু, ভিলুপুরম এবং তিরুভাল্লুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম দিকে ধীরে এই নিম্নচাপ সরবে। আজই দক্ষিণ অন্ধ্রপ্রদেশ-উত্তর তামিলনাড়ু উপকূলে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে এই নিম্নচাপ। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, রায়ালসিমা, উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে আজ, বৃহস্পতিবার অতি ভারী বৃ্ষ্টি হতে পারে। সতর্কতা অবলম্বনে ইতিমধ্যেই চেন্নাই সহ একাধিক জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ সহ বিশ্ববিদ্যালয়।  আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখতে ওয়ার রুম (War Room) তৈরি করা হয়েছে।


প্রশাসন সূত্রে খবর, বন্যাপ্রবণ এলাকায় কর্পোরেশনের তরফে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি ৪৪৮টি কর্পোরেশনের মোটর পাম্প সহ মোট ৬৮৯টি মোটর পাম্পের বন্দোবস্ত করা হয়েছে। শহরের একাধিক জায়গায় মোট ২৩৬টি মোটর পাম্প রাখা হয়েছে। যাতে জল জমলে দ্রুত তা নিষ্কাশন করা যায়। বৃহস্পতিবার চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং রানিপেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে ১০টি জেলায় ভারী বা খুব ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। লাল সতর্কতার পাশাপাশি দিল্লির মৌসম ভবন জানিয়েছে ঝোড়ো বাতাসও বইবে আজ। জানা গিয়েছে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে ঝোড়ো হাওয়ার গতিবেগ। ঝোড়ো বাতা বইবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর, এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ-উত্তর তামিলনাড়ু উপকূলে।


আরও পড়ুন: India Coronavirus Updates:ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ, গত একদিনে আক্রান্ত ১১,৯১৯