নয়াদিল্লি: ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গতকালের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ল। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১১,৯১৯। মৃতের সংখ্যা ৪৭০। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ১৯৭, মৃতের সংখ্যা ৩০১। এই পরিসংখ্যান অনুযায়ী, দেশে ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিনের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১১ হাজার ২৪২। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৮৫ হাজার ১৩২। 


দেশে বর্তমানে সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। যা গত বছরের মার্চের পর সবচেয়ে বেশি। দেশে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৭৬২।  মোট আক্রান্তের তুলনায় অ্যাক্টিভ কেসের হার ১ শতাংশেরও কম, বর্তমানে তা ০.৩৭ শতাংশ। এই পরিসংখ্যানও ২০২০-র মার্চের পর সবচেয়ে কম। 


 


গত কয়েকদিনের তুলনায় কেরলে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা বেড়েছে। গত একদিনে কেরলে নতুন করে আক্রান্তর সংখ্যা ৬,৮৪৯। মৃতের সংখ্যা ৩৮৮। সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫০ লক্ষ ৭৭ হাজার ৯৮৪।


মহারাষ্ট্রেও দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। গত একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩। মৃত্যু হয়েছে ৩২ জনের। 






ফের চিন্তা বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতিও। প্রায়  ৯০০-র কাছাকাছি পৌঁছে গেছে রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮৬২ জন। গত একদিনে মৃত্যু হয়েছে ৮ জনের। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮৩০ জন। ফের রাজ্যে সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা, দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৮ জন। কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ১২২ জন। মৃত্যু হয়েছে ৩ জনের।