রাইপুর : জামিন পেলেন ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা নন্দকুমার বাঘেল। আজ রাইপুরের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। ব্রাহ্মণদের বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে।


মঙ্গলবার তাঁকে যখন গ্রেফতার করা হয়, তখন জামিন চাননি নন্দকুমার বাঘেল। তাঁকে ১৫ দিনের জেল হেফাজতে পাঠানো হয়। কিন্তু, তাঁর আইনজীবী গজেন্দ্র সোনকার জামিনের আবেদন জানান। জরুরি শুনানি দাবি করেন তিনি। শুনানির পর নন্দকুমার বাঘেলের জামিন মঞ্জুর করেন বিচারক জনক কুমার হিডকো। তিন দিন জেলে কাটানোর পর, আজ সন্ধেয় বেরিয়ে আসেন তিনি।


ভোটারদের সচেতন করা একটি গোষ্ঠী ও ওবিসি অধিকার সম্পর্কিত লড়াইয়ের অন্যতম নেতা নন্দকুমার বাঘেল সম্প্রতি উত্তরপ্রদেশ গিয়েছিলেন। সেখানে তিনি ব্রাহ্মণদের "বয়কট" করার ডাক দেন। ব্রাহ্মণদের "বিদেশি" বলেন, এমনকী তাঁদের যাতে গ্রামে ঢুকতে না দেওয়া হয় তার জন্য গ্রামবাসীকে আহ্বানও জানান। তিনি বলেন, গঙ্গা নদী থেকে ভল্গায় পাঠিয়ে দেওয়া হবে ব্রাহ্মণদের। ওরা বিদেশি। ওরা আমাদের অস্পৃশ্য ভাবেন। আমাদের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছেন। তাই গ্রামবাসীর কাছে আমার আবেদন, আপনারা ব্রাহ্মণদের গ্রামে ঢুকতে দেবেন না। উল্লেখ্য, উচ্চ জাত-বিরোধী মতামত সম্পর্কিত তাঁর লেখা বই ২০০০ সালে নিষিদ্ধ ঘোষণা হয়েছিল। কংগ্রেস সরকার তা নিষিদ্ধ বলে ঘোষণা করে।


আরও পড়ুন ; ব্রাহ্মণদের বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্য, বাবাকে গ্রেফতার করালেন ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী


নন্দকুমার বাঘেলের সাম্প্রতিক মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে রাইপুরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সর্ব ব্রাহ্মণ সমাজের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়। এই ঘটনার পর নন্দকুমার বাঘেলকে গ্রেফতার করার জন্য ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রীর ওপর চাপ বাড়াতে থাকে বিজেপি। এর পরই মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়ে দেন, উনি কোনও বিশেষ সুবিধা পাবেন না। আমার সরকারের কাছে কেউই আইনের ঊধর্বে নন। যদি তিনি মুখ্যমন্ত্রীর ৮৬ বছরের বাবাও হন।